পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হালুয়াঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২

এম,এ মালেক,হালুয়াঘাট:
আমার টাকা, আমার সেতু এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৫জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ,ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জুয়েল আরেং’র সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হালুয়াঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা


পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা’র নেতৃত্বে ও হালুয়াঘাট থানা পুলিশের উদ্যোগে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান খান এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন ।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হালুয়াঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা


এছাড়াও হালুয়াঘাট পৌরসভা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন র‌্যালীতে অংশ গ্রহন করেন ।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হালুয়াঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা


এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ খায়রুল আলম ভূঞা, সহ-সভাপতি আবুল হোসেন আজাদ, আলহাজ্ব এম এ সুরুজ মিয়া, সম্মানীত সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ,আওয়ামীলীগ নেতা বজলুর রহমান,অওলাদ হোসেন,যুবলীগের অহবায়ক নাজিম উদ্দিন প্রমূখ।এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।