৪৪তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২২ অনলাইন ডেস্ক : ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ জন। বুধবার (২২ জুন) পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার কমিশনের বিশেষ সভায় এ ফলাফল অনুমোদন করা হয়। এরপর পিএসসি থেকে ফলাফল প্রকাশ করা হয়েছে। কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এছাড়া এসএমএসের মাধ্যমে টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে 44 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে। আগামী অক্টোবর মাসে লিখিত পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে পিএসসি। পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গত ২৭ মে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হয়। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ না হওয়ার কারণে এই বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছিল। গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন। ৪৪তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ Share this:FacebookX Related posts: রিট খারিজ, বিসিএস পরীক্ষা পেছানো সম্ভব নয় নারীদের পিছিয়ে না রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে : স্পিকার ই-পাসপোর্টের উদ্বোধন ২২ জানুয়ারি করোনা পরীক্ষার সহজ পদ্ধতি চালু হবে : স্বাস্থ্য মহাপরিচালক না.গঞ্জে বিস্ফোরণ: মৃত বেড়ে ২৮, বাকিদের অবস্থাও সংকটাপন্ন ‘লন্ডন-ঢাকা ফ্লাইট জোরালোভাবে মনিটর করা হচ্ছে’ রেলকোচ কেনার আগেই অনিয়ম, অভিযোগ যাচ্ছে দুদকে বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী সাত ডিসির বদলির আদেশ আটকে দিল ইসি ৩ পৌরসভার ফল স্থগিত প্রথম ধাপে ২০৪ ইউপিতে নির্বাচন সোমবার জেনারেল র্যাংক ব্যাজ পরানো হলো নতুন সেনাপ্রধানকে SHARES Matched Content জাতীয় বিষয়: ৪৪তমপ্রিলিমিনারির ফল প্রকাশবিসিএস