টাঙ্গাইল থেকে ছিনতাইকৃত ট্রাক নেত্রকোণায় উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২২ অনলাইন ডেস্ক : টাঙ্গাইল থেকে ছিনতাইকৃত সয়াবিন বীজ বহনকারী একটি ট্রাক নেত্রকোণা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাক মালিক আনোয়ার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে ট্রাকটি ছিনতাই হবার কথা জানান। নারায়ণগঞ্জ থেকে সয়াবিন বীজ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি। কলার বলেন, টাঙ্গাইলের করটিয়া পৌঁছালে একদল ছিনতাইকারী একটি মিনিট্রাক দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে ট্রাকটি চালক ও সহকারীসহ ছিনিয়ে নিয়ে যায়। এরপর ময়মনসিংহের মুক্তাগাছায় ছিনতাইকারীরা ট্রাকের চালককে ছুরিকাঘাত ও সহকারীকে মারধর করে ট্রাক থেকে ফেলে দেয়। স্থানীয় লোকজনের সহায়তায় তখন তারা চাঁপাইনবাবগঞ্জে অবস্থানরত ট্রাকের মালিককে ছিনতাইয়ে ঘটনাটি জানায়। এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাক মালিক আনোয়ার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন বিষয়টি জানান। তিনি ৯৯৯ কে ঘটনা জানিয়ে বলেন, ট্রাকটিতে জিপিএস অবস্থান শনাক্তকারী ডিভাইস সংযোজিত আছে। যার মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন ট্রাকটি বর্তমানে নেত্রকোণার দুর্গাপুর থানা এলাকায় চলমান রয়েছে। ৯৯৯ কলটেকার কনষ্টেবল মো. আলমগীর হোসেন তাৎক্ষণিক ভাবে দুর্গাপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। খবর পেয়ে দুর্গাপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে বিরশিরি এলাকা থেকে ট্রাকটি রাস্তার পাশে থামানো অবস্থায় উদ্ধার করে। পুলিশের তৎপরতা টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে। খবর পেয়ে ট্রাক মালিক ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দুর্গাপুর থানার এসআই আব্দুল্লাহ আল ফাহাদ ৯৯৯ কে ট্রাকটি উদ্ধারের তথ্য জানান। Share this:FacebookX Related posts: মাগুরায় বাঘ নিয়ে বিপাকে পুলিশ গোপালগঞ্জে ট্রাকের চাপায় স্কুল শিক্ষিকা নিহত আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেফতার পুলিশের নিকট থেকে আসামি ছিনতাই, মামলা দায়ের কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৮৩ জন সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ কালিয়াকৈরে গরুবাহী ট্রাক পানিতে, ১৩টি গরুর মৃত্যু ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক পাওনা টাকা চাওয়ায় ধর্ষণ মামলা মাদকাসক্তি চিকিৎসা সেবার মানউন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন বেডের অভাবে আইসিইউ ওয়ার্ড এখন টিকা কেন্দ্র আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ছিনতাইকৃত ট্রাকটাঙ্গাইল থেকেনেত্রকোণায় উদ্ধার