সিএমএইচে ভর্তি শিক্ষা সচিব

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনায় সংক্রমিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সচিব মাহবুব হোসেনের একান্ত সহকারী কাজী শাহজাহান। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে সচিব স্যারকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে এখন তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।’

মন্ত্রণালয় সূত্র জানায়, মহামারী করোনায় সংক্রমিত হওয়ার পর থেকে গত কয়েকদিন ধরে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর সচিব মো. মাহবুব হোসেন করোনা ভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত হয়েছিলেন।