দেশে নতুন করে করোনা আক্রান্ত ৫৫২, পাঁচজনের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মে ২, ২০২০ অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৫২ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৮৭৯০ জন। শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়। ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আমাদের নমুনা সংগ্রহের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ১৯৩টি। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি। নমুনা সংগ্রহের হার বেড়েছে ১৪ দশমিক ৬৮ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ। যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ এবং দুইজন নারী। তারা সবাই ঢাকার বাসিন্দা। দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৭৭ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। Share this:FacebookX Related posts: দেশে করোনায় নতুন করে আক্রান্ত আরও ৫৪ জন, মৃতের সংখ্যা বেড়ে ২০ দেশে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ দেশে করোনায় নতুন মৃত্যু ৯ আক্রান্ত ৩০৯ দেশে নতুন করোনা আক্রান্ত ৪৯৭, মৃত-৭ দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৬৩ জন দেশে করোনায় নতুন মৃত্যু ১৫ শনাক্ত ২০২৯ দেশে করোনায় নতুন মৃত্যু ৩৫, শনাক্ত ২৬৩৫ দেশে সূর্যগ্রহণ চলছে করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪২ মৃত্যু দেশে করোনা শনাক্তের ৬৪ শতাংশই ঢাকার দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার SHARES Matched Content জাতীয় বিষয়: করোনা আক্রান্ত ৫৫২দেশেনতুন করেপাঁচজনের মৃত্যু