সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস রঞ্জন বাড়ৈ চাকরিচ্যুত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২ অনলাইন ডেস্ক : সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ রঞ্জন বাড়ৈকে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মন্মথ রঞ্জন বাড়ৈ ২০২০ সালের ১২ এপ্রিল থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, অসদাচরণ ও পলায়নের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। কিন্তু তিনি কারণ দর্শানো নোটিশের জবাব না দেয়ায় বিধি অনুযায়ী বিষয়টি তদন্তের সিদ্ধান্ত হয়। তদন্তে মন্মথ রঞ্জন বাড়ৈর বিরুদ্ধে আনা অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ তার স্থায়ী ও কর্মস্থলের ঠিকানায় পাঠানো হলে ‘প্রাপক দেশে নেই’ বলে ডাক বিভাগ খামের গায়ে লাল কালি দিয়ে লিখিতভাবে জানায়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু মন্মথ রঞ্জন বাড়ৈয়ের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে, তাই বিধি অনুযায়ী গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তে সরকারি কর্ম কমিশনও একমত পোষণ করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ বিষয়ে সম্মতি দিয়েছেন। ২০০৯ সালে শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেন নুরুল ইসলাম নাহিদ। তখন তার এপিএসের দায়িত্ব দেয়া হয় মন্মথ রঞ্জন বাড়ৈকে। সেই সময় বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একপর্যায়ে মন্মথ রঞ্জন বাড়ৈকে এপিএসের পদ থেকে সরিয়ে দেয়া হয়। Share this:FacebookX Related posts: কেনাকাটায় দুর্নীতি হলে চাকরিচ্যুত: কৃষিমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রাম-সিলেট যাওয়ার নতুন রুটের প্রকল্প অনুমোদন দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেশে করোনায় ষাটোর্ধদের মৃত্যু বেশি সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ফায়ার সার্ভিসের ১৯ কর্মকর্তার পদোন্নতি ৭ অঞ্চলে শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ডিসেম্বরে বিজিবির অভিযানে ৮৮ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ গ্রামীণ সড়কের পাশে পুকুর-নালা করলে আইনি ব্যবস্থা বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে সারাদেশ নিবন্ধনের অনুমতি পেল আরও ৮৫ অনলাইন নিউজ পোর্টাল মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা SHARES Matched Content জাতীয় বিষয়: এপিএসচাকরিচ্যুতরঞ্জন বাড়ৈসাবেক শিক্ষামন্ত্রীর