ভারতে শ্মশানের ছাদ ধ্বসে নিহত ২৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার মুরাদনগর এলাকায় রোববার বিকেলে শ্মশানের ছাদ ধ্বসে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ১৫ জন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ভারি বৃষ্টিপাতের কারণে শ্মশানটির ছাদ ধ্বসে পড়েছিল বলে জানা যায়। ওই সময় শ্মশানে জয় রাম নামে এক বৃদ্ধের লাশ দাহ করা হচ্ছিল। নিহতরা জয় রামের দাহে অংশগ্রহণ করতে এসেছিল। দুর্ঘটনার পর উদ্ধারকর্মী ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তুপের নিচে অনুসন্ধান চালান। গাজিয়াবাদের সিনিয়র পুলিশ সুপার কালানিধি নাইথানি বলেন, ধ্বংসস্তুপের নিচে ২৫-৩০ জন আটকা পড়েছিল বলে প্রাথমিক প্রতিবেদনে জানা যায়। মীরুতের বিভাগীয় কমিশনার আনিতা সি মেশরাম জানান, ‘এখন পর্যন্ত ২৩ জন মারা গেছেন। ঘটনাস্থালে সর্বমোট ৩৮ জন মানুষ উপস্থিত ছিলেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’ তিনি বলেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত কার্যক্রম শেষ হলে তা রাজ্য সরকারের নিকট পাঠানো হবে। গাজিয়াবাদের এমএমজি জেলা হাসপাতালের প্রধান মেডিক্যাল তত্ত্বাবধায়ক ডা. অনুরাগ ভারগাভা বলেন, হাসপাতাল ১৯টি লাশ পেয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দও দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। সূত্র : আনাদোলু এজেন্সি, ইন্ডিয়ান এক্সপ্রেস Share this:FacebookX Related posts: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ দিনে পাঁচগুণ করোনা প্রতিরোধে ভারতে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার ভারতে ২৪ ঘণ্টায় মৃত ৩২, আক্রান্ত মোট ৪২৯৮ ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৩৭৮, মৃত্যু ৪৮০ ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪৩, মৃত্যু ৬২ ভারতে মানুষের শরীরে করোনা প্রতিষেধক পরীক্ষা শুরু ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু সরকারি চাপে ভারতে কার্যক্রম স্থগিত করল অ্যামনেস্টি ভারতে ৪ মাসে সর্বনিম্ন সংক্রমণ ভারতে উৎপাদন হবে রাশিয়ার ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন ভারতে কৃষক আন্দোলন : ফেক নিউজের কবলে ওবামা-ট্রুডো টিকা গ্রহণে ভারতে একজনের মৃত্যু, ৪৪৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: নিহত ২৩ভারতেশ্মশানের ছাদ ধ্বসে