১১ এপ্রিল পাপুলের আসনে উপনির্বাচন

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১

সময় সংবাদ ডেস্কঃপ্রথম ধাপের ইউনিয়ন পরিষদ, কয়েকটি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩ মার্চ) ইসি ভবনে ৭৭তম কমিশন সভা শেষে নির্বাচনগুলোর তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

এর আগে লক্ষ্মীপুর-২ আসন এবং ইউপি ও পৌরসভা নির্বাচনের সিদ্ধান্ত নিতে বিকেল ৩টায় সভায় বসেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনার। সভা শেষে ইসি সচিব সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

নির্বাচন কমিশন সচিব জানান, আগামী ১১ এপ্রিল ৩৭১ ইউনিয়ন পরিষদ এবং ১১ পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) পদ হারানো কাজী শহিদ ইসলাম পাপুলের আসনে উপনির্বাচনও ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই মার্চ ১৯, প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ।

উপ-নির্বাচনে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান ইসি সচিব।