সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য দেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০ নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য তথ্য দিয়ে নিয়মিত বাহিনীগুলোর মধ্যে বিভ্রান্তি ছড়াতে একটা অন্য ধরনের পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের এনটিএমসি (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) ডিপার্টমেন্ট রয়েছে। সব সময় মনিটর করছে, কে করছে, কোথা থেকে আসছে। আমরা সেই জায়গাটিতে কাজ করছি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সেখানে কাজ করছে। ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছি। যেগুলোর বিষয়ে অবজেকশন দিচ্ছি বা পরিচয় চিহ্নিত করার জন্য মাঝে মাঝেই, তারা কিন্তু আমাদের দিচ্ছেন।’ তিনি বলেন, ‘আমরা গতকাল যে প্রেস রিলিজটি দিয়েছি, আপনারা দেখেছেন- সামাজিক অস্থিরতা বাড়ানোর জন্য অনেক তথ্য আসছে সেগুলোর সত্যতার ঘাটতি রয়েছে বা অপলাপ হচ্ছে। আমাদের নিয়মিত নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মিথ্যা খবর প্রচারিত হচ্ছে। আদালতের রায় নিয়েও সমালোচনা করছেন। বিভিন্ন কায়দায় একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য মিথ্যা-অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য।’ আমাদের নিয়মিত বাহিনীগুলো মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য অসত্য তথ্য দিয়ে একটা অন্য ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য তারা এই কাজগুলো করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হওয়াতে আমরা এই প্রেস রিলিজটি দিয়েছি।’ কারা এই অপপ্রচার চালাচ্ছেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এগুলো তো আপনারা দেখছেন। কিছু কিছু নাম আছে। এগুলো তারাই করছেন কি না- এগুলো তদন্তের বিষয় রয়েছে।’ আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ফেসবুক অথরিটির সঙ্গে আমাদের মাঝে মাঝেই বসা হচ্ছে। ফেসবুক আমাদের নিশ্চয়তা দিয়েছে, তারা আমাদের সহযোগিতা করবেন। আমরা সবসময় যে সহযোগিতা পাই সেটা আমরা বলব না। আমরা তাদের সবসময় জানাচ্ছি। যারা এই অপপ্রচার করছেন তাদের আইডি সম্পর্কে আমরা জিজ্ঞাসা করছি। তাদের ডিটেইল আমরা চাচ্ছি। এই ধরনের অপপ্রচার যাতে বন্ধ হয় সেই বিষয়ে ব্যবস্থা করার জন্য বলছি। ওনারা মাঝে মাঝে করছেন কিংবা করলে আবার দেখি নতুন আইডির মাধ্যমে তারা আবার করছেন।’ মন্ত্রী বলেন, ‘এগুলো কীভাবে বন্ধ করা যায়- সেই বিষয়ে আমাদের বিশেষজ্ঞরা যারা এই বিষয়ে কাজ করছেন। তারা এটা নিয়ে চিন্তা-ভাবনা করেছন। আমরা ফেসবুকের সঙ্গে প্রায়ই বসে থাকি। আবারও আমরা প্রয়োজনে বসব। Share this:FacebookX Related posts: ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার অনুরোধ জানাব : স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নির্মূলে তিনভাবে কাজ করছি : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে কোনো ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্র নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সিনহা হত্যা: রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীর ঘটনা চরম বর্বরতা: স্বরাষ্ট্রমন্ত্রী বিজয়ার শোভাযাত্রা ছাড়াই শেষ হচ্ছে দুর্গাপূজা পুলিশের দুষ্কর্মকারীদের আইনের আওতায় আনা হচ্ছে : ডিএমপি কমিশনার প্রত্যেক উপজেলায় হচ্ছে ফায়ার স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি তথ্য কেন্দ্রীয় ডাটা সেন্টারে রাখা বাধ্যতামূলক ভাস্কর্য নিয়ে যারা নোংরামি করছে, ভুল করছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেষপর্যন্ত ভাঙাতেই হচ্ছে কমলাপুর স্টেশন আল জাজিরার প্রতিবেদন ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: তথ্যদেয়ামিডিয়ায়মিথ্যাসোশ্যালস্বরাষ্ট্রমন্ত্রীহচ্ছে