‘২০৪১ সালে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পরিকল্পনা নেওয়া হয়েছে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২ অনলাইন ডেস্ক : ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘দেশের মানুষের ভাগ্যোন্নয়নই তাঁর সরকারের প্রধান লক্ষ্য। এবং সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই বিবেচ্য বিষয়।’ শেখ হাসিনা বলেন, ‘১৩ বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে এবং এ সময়ে দেশের অর্থনীতির আকার এবং মাথাপিছু আয় প্রায় তিনগুণ বেড়েছে।’ বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল জানিয়ে, আস্থা রাখায় এবং পাশে থাকায় উন্নয়ন সহযোগীদের বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন দৃশ্যমান হয়েছে এবং সুফল পেতে শুরু করেছে দেশের মানুষ।’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বাংলাদেশের উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিসহ রাজনীতিকরা অংশ নেন। Share this:FacebookX Related posts: বাংলাদেশ এখন আর মধ্যম আয়ের দেশ নয়, উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে : তথ্যমন্ত্রী ‘দেশের অর্থনীতির অবস্থা খারাপ’ গণস্বাস্থ্যের টেস্টিং কিট হস্তান্তর আজ করোনা পরীক্ষা শুরু করেছে বিএলআরআই ময়ূর-২ লঞ্চের মাস্টার গ্রেফতার সাহেদের বিরুদ্ধে এবার মাঠে নামছে দুদক একনেকে ৪ প্রকল্পের অনুমোদন শিক্ষার্থীদের প্রমোশন দেয়া হবে যেন পড়াশোনাটা অব্যাহত থাকে সীমান্তে ফেলানী হত্যা : ৯ বছরেও বিচার পায়নি পরিবার যে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক অনুমোদন পেল বীর নিবাস নির্মাণ প্রকল্প চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে SHARES Matched Content জাতীয় বিষয়: '২০৪১ সালেপরিকল্পনা নেওয়া হয়েছে'সমৃদ্ধ বাংলাদেশ গড়তে