করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ১৮১ জনে।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন সাত লাখ ৮০ হাজার ৮৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত লাখ ২৩ হাজার ৯৪ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬৬টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৮টি, জিন এক্সপার্ট ৩৭টি, র‍্যাপিড অ্যান্টিজেন ৩০১টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ৫০৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৩৪৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ১৮ হাজার ৬৩টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছয় দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৬ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৬ শতাংশ।

একই সময়ে মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, সিলেট বিভাগে তিন জন। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে দু’জন করে ছয় জন। এছাড়া বরিশাল ও ময়মনসিংহ বিভাগে এক জন করে দু’জন রয়েছেন। সরকারি হাসপাতালে মারা গেছেন ১৯ জন, বেসরকারি হাসপাতালে ১১ জন। আর বাড়িতে মারা গেছেন দু’জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২২৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৪২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ২৮ হাজার ২৬৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন এক লাখ ১০ হাজার ৬৪২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৬২৭ জন।

গত বছরের ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।