পৌর মেয়র-কাউন্সিলরের দায়িত্ব ৫ বছরের বেশি নয় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক : পরবর্তী নির্বাচন না হলেও কোন পৌর মেয়র ও কাউন্সিলর পাঁচ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না- এমন বিধান রেখে স্থানীয় সরকার সংশোধন আইন-২০২১ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। তিনি বলেন, ‘এক বছরের বেশি সময় বেতন-ভাতা বকেয়া রাখলে পৌরসভা বাতিলের বিধান রেখে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২১’ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে মেয়রের পাঁচ বছরের মেয়াদ শেষে পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান রাখা হচ্ছে সংশোধিত আইনে।’ মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০০৯ সালের পৌরসভা আইনে একটা অপূর্ণতা ছিল। এই জিনিসটা কেউ খেয়াল করেনি। নির্বাচিত পৌরসভার সময়সীমা ছিল পাঁচ বছর। কিন্তু সেখানে একটা বিধান ছিল যে পাঁচ বছর হলেও পরবর্তী পৌরসভার নির্বাচন না হওয়া পর্যন্ত ওই মেয়র কন্টিনিউ করবে।’ তিনি বলেন, ‘এতে দেখা গেল অনেক জায়গাতে পাঁচ বছরের পরে বিভিন্ন ইস্যুতে মেয়ররা মামলা-মোকাদ্দমা করে ১২ থেকে ১৬ বছর পর্যন্ত মেয়র থেকে যাচ্ছেন। কিন্তু যেহেতু আইনে কোন কিছু ক্লিয়ার ছিল না সে জন্য কিছু করা যাচ্ছিল না। দোহারে মনে হয় ১৫ বছর ধরে মেয়র আছেন। কিছুই করা যাচ্ছিল না। হাইকোর্ট থেকেও তাদের পক্ষে রায় ছিল।’ খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন থেকে মন্ত্রিসভায় এটা নিয়ে আলোচনাও হচ্ছে। প্রধানমন্ত্রী এর আগে একাধিকবার নির্দেশনা দিয়েছিলেন। আজকে এই আইনের মধ্যে ওই বিধানটা সংশোধন করে দেওয়া হয়েছে। পাঁচ বছর যখন শেষ হয়ে যাবে তখন মেয়র ও ওনার কাউন্সিল বাতিল হয়ে যাবে।’ তিনি বলেন, ‘সেক্ষেত্রে (বাতিলের পর) প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন কোন কর্মকর্তা বা সরকার যদি কোন ব্যক্তিকে যোগ্য মনে করেন, ছয় মাসের জন্য প্রশাসক নিয়োগ দিতে পারবেন। ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এই বিধানটা পৌরসভা আইনে ছিল না।’ তিনি আরও বলেন, ‘এখন পরিষ্কার হয়ে গেল পৌরসভায় পাঁচ বছরের বেশি কেউ (মেয়র ও কাউন্সিলর) থাকতে পারবে না। এছাড়াও পৌরসভার ‘সচিব’ এর নাম পরিবর্তন করে ‘পৌর নির্বাহী কর্মকর্তা’ করা হচ্ছে।’ মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগে পৌরসভা করার জন্য প্রতি কিলোমিটারে দেড় হাজার লোক থাকার একটা শর্ত ছিল, সেটা দুই হাজার করে দেওয়া হয়েছে। এতে ট্যাক্স কালেকশনটা বাড়বে, কাজকর্ম বেশি হবে।’ তিনি বলেন, ‘যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি একসঙ্গে ১২ মাস বকেয়া থাকলে ওই পৌরসভা বাতিল করা যাবে। বর্তমানে ৮০ শতাংশ পৌরসভা বেতন-ভাতা দিতে পারছে। সমস্যাটা এখন অনেক কমে আসছে।’ Share this:FacebookX Related posts: জুলাইয়ের মধ্যেই বসবে পদ্মা সেতুর সব স্প্যান-সেতুমন্ত্রী ডিএনসিসি : ১৩১৮ কেন্দ্রের মধ্যে ৮৭৬টিই ঝুঁকিপূর্ণ জিয়া ক্ষমতায় এসে ছাত্রদের হাতে অস্ত্র, অর্থ তুলে দিয়েছে : প্রধানমন্ত্রী সারাদেশে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন বিশেষ ফ্লাইটে জেদ্দা থেকে ফিরেছেন আরও ৪১৬ বাংলাদেশি সপ্তাহজুড়ে সারাদেশে ঝড়ের আশঙ্কা ভাষার সংগ্রামে রচিত হয়েছিল স্বাধীনতার পথ: প্রধানমন্ত্রী দুর্নীতি একুশের চেতনার পরিপন্থি : টিআইবি করোনায় ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু, শনাক্ত ৩২৭ করোনায় একদিনে ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১১৭৮ তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন ক্লিনফিড বাস্তবায়নে বিদেশি চ্যানেল সম্প্রচারে অনিশ্চয়তা SHARES Matched Content জাতীয় বিষয়: ৫ বছরের বেশি নয়পৌর মেয়র-কাউন্সিলরের দায়িত্ব