করোনায় ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু, শনাক্ত ৩২৭ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ সময় সংবাদ ডেস্কঃদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৩৪৯ জনে। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩২৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৩ হাজার ৩৫১ জনে। রোববার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৪৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯১ হাজার ৩৬৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে সবাই পুরুষ। তাদের মধ্যে ৭ জনই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় হাজার ৩২১ জন, বাকি দুই হাজার ৩২৮ জন নারী। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬০ বছরের বেশি ছয় জন এবং ২১-৩০ বছরের একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৬ জন এবং চট্টগ্রামে একজন। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সংক্রমণের শুরুর দিকে দেশে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের বেশি ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। তবে ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তিন সপ্তাহের বেশি সময় ধরে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে। Share this:FacebookX Related posts: করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪ ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত রোগী মৃত্যু আরও ২৮, শনাক্ত ১৮৪৭ শনাক্ত রোগী ৫ লাখ ছাড়াল ২৪ ঘণ্টায় ৩৮ মৃত্যু করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০ দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮ ঢাকায় বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু শীতের শ্বাসকষ্টে আরও ৩ জনের মৃত্যু বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪ মৃত্যু, শনাক্ত ৯১০ ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৫ SHARES Matched Content জাতীয় বিষয়: ৩২৭কমেছেকরোনায় ২৪ ঘণ্টায়মৃত্যুশনাক্ত