গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ৬৯০ জন কৃষক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বিনামুল্যে ৬৯০ জন কৃষক-কষাণীর মাঝে বিনামুল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছ। বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস হল রুমে কৃষকদের মাঝে সরকারের এ প্রণোদনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার প্রমুখ। উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, এ উপজেলায় ২৩০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাউব্রিড জাতের ধান বীজ ও ২০ কেজি করে সার এবং ৪৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ ও ২০ কেজি করে বিনামুল্যে বিতরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ৩২০ জন কৃষক গৌরীপুরে শ্বাসকষ্টে একজনের মৃত্যু অপরজনও শ্বাসকষ্টে আক্রান্ত! গৌরীপুরে ২ হাজার হতদরিদ্রের বাড়িতে খাবার পৌঁছে দিবে এমপি নাজিম গৌরীপুরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগ-যুবলীগ গৌরীপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রাণ সামগ্রী বিতরণ গৌরীপুরে কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রাণ সামগ্রী বিতরণ গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে সরকারী না ব্যাক্তি’র গাছ কে কাটে? এসিল্যান্ড জানলেও ইউএনও জানেন না! গৌরীপুরে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত গৌরীপুরে পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন হীরার ব্যাতিক্রম জন্মদিন পালিত গৌরীপুরে রাস্তা সস্কার করলেন ছাত্রলীগ নেতা শাহীন গৌরীপুরে নদী গর্ভে বিলীন অর্ধ শতাধিক ঘরবাড়ি ও ফসলী জমি SHARES Matched Content দেশের খবর বিষয়: ৬৯০ জন কৃষককৃষি প্রণোদনা পেলেনগৌরীপুরে