করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিনে মৃত্যুও শতাধিক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১ নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আট হাজার ৩৬৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন আট লাখ ৯৬ হাজার ৭৭০ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পাঁচ হাজার ২৬৮ জন। মৃত্যু হয়েছিল ১১৯ জনের। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ২৭৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৫৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন আট লাখ সাত হাজার ৬৭৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬টি, জিন এক্সপার্ট ৪৭টি, র্যাপিড অ্যান্টিজেন ৩৯১টি। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬ হাজার ৭৮৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। গত ২৪ ঘণ্টায় মৃত ১০৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে সাত জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে দু’জন, রংপুর বিভাগে নয় জন ও ময়মনসিংহ বিভাগে পাঁচ জন রয়েছেন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৫৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচ জন রয়েছেন। একই সময়ে আইসোলেশনে এসেছেন দুই হাজার ৯৭২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৫২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৭৫ হাজার ৪৪৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন এক লাখ ৩২ হাজার ৮৭৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪২ হাজার ৫৬৮ জন। গত বছরের ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। Share this:FacebookX Related posts: দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৮ করোনায় ঢাকা বিভাগে বেশি প্রাণহানী করোনায় সুস্থ রোগীর সংখ্যা লাখ ছাড়ালো করোনায় নতুন মৃত্যু ৪১, শনাক্ত ৩০৫৭ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৭৪ করোনায় শনাক্তের হার ২০ দশমিক ১৭ শতাংশ করোনায় সোয়া ১২ লাখ নমুনা পরীক্ষা করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও শনাক্ত করোনায় প্রাণ হারালেন ৯০ পুলিশ সদস্য SHARES Matched Content জাতীয় বিষয়: করোনায়মৃত্যুও শতাধিকসর্বোচ্চ আক্রান্তের দিনে