সোমবার থেকে গণপরিবহন শপিংমল বন্ধ; চলবে রিকশা

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সোমবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ৬টা পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। রোববার মন্ত্রীপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সরকারি বেসরকারি অফিস খোলা রেখে সোমবার থেকে সারাদেশের গণ পরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব শপিংমল। এক্ষেত্রে শুধুমাত্র পণ্যবাহী যানবহন ও রিকশা ছাড়া সকল গণ পরিবহন বন্ধ থাকবে।

এছাড়াও সকল শপিংমল, মার্কেট, খাবার দোকান, হোটেল রেঁস্তোরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে পারবেন। তবে হোটেল-রেস্টুরেন্টে বসে খাওয়া যাবেনা।

প্রজ্ঞাপনে আরো জানানো হয়, সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারী অফিস করতে পারবেন। তবে এক্ষেত্রে নিজস্ব ব্যবস্থাপনায় অফিস তাদের কর্মকর্তা-কর্মচারীদের আনা নেয়া করতে পারবে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে।