সোমবার থেকে গণপরিবহন শপিংমল বন্ধ; চলবে রিকশা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক : সোমবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ৬টা পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। রোববার মন্ত্রীপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সরকারি বেসরকারি অফিস খোলা রেখে সোমবার থেকে সারাদেশের গণ পরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব শপিংমল। এক্ষেত্রে শুধুমাত্র পণ্যবাহী যানবহন ও রিকশা ছাড়া সকল গণ পরিবহন বন্ধ থাকবে। এছাড়াও সকল শপিংমল, মার্কেট, খাবার দোকান, হোটেল রেঁস্তোরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে পারবেন। তবে হোটেল-রেস্টুরেন্টে বসে খাওয়া যাবেনা। প্রজ্ঞাপনে আরো জানানো হয়, সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারী অফিস করতে পারবেন। তবে এক্ষেত্রে নিজস্ব ব্যবস্থাপনায় অফিস তাদের কর্মকর্তা-কর্মচারীদের আনা নেয়া করতে পারবে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে। Share this:FacebookX Related posts: সব ধরনের গণপরিবহন চলবে সোমবার থেকে গণপরিবহন চালু করতে ১১ সুপারিশ সীমিত আকারে চলবে গণপরিবহন আজ থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন সোমবার থেকে মাটির নিচ দিয়ে তার নেওয়া শুরু সোমবার থেকে বন্ধ টিকার প্রথম ডোজ বিধি-নিষেধে বন্ধই থাকছে গণপরিবহন ঈদের আগে গণপরিবহন চালুর চিন্তা সোমবার থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে ৩টা সোমবার থেকে ফাইজারের টিকা দেয়া শুরু সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন সোমবার থেকে লকডাউন শুরু, সর্বাত্মক বৃহস্পতিবার SHARES Matched Content জাতীয় বিষয়: গণপরিবহনচলবে রিকশাশপিংমল বন্ধসোমবার থেকে