সোমবার থেকে ফাইজারের টিকা দেয়া শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২১ সোমবার থেকে ফাইজারের টিকা দেয়া শুরু নিজস্ব প্রতিবেদক : ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা আগামীকাল সোমবার (২১ জুন) রাজধানীর তিনটি হাসপাতালে দেয়া শুরু হবে। প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২০ জন করে মোট ৩৬০ জনকে টিকা দেয়া হবে। রোববার করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমএনসিএইচ) ডা. মো. শামসুল হক এ তথ্য জানান। তিনি জানান, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসকল হাসপাতালে যারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু টিকা গ্রহণ করেননি তারা এ টিকা নিতে পারবেন। যারা টিকা গ্রহণ করবেন তাদের সাতদিন অবজারভেশনে রেখে পরবর্তীতে এ টিকা দেয়া হবে। এর আগে গত ৩১ মে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার চালান দেশে এসে পৌঁছায়। ওই দিন রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইকে-৫৮৪ ফ্লাইট যোগে টিকার এ চালান এসে পৌঁছায়। গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন পায়। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয় সরকার। Share this:FacebookX Related posts: সোমবার থেকে মাটির নিচ দিয়ে তার নেওয়া শুরু সোমবার থেকে বন্ধ টিকার প্রথম ডোজ সব ধরনের গণপরিবহন চলবে সোমবার থেকে সোমবার থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে ৩টা ‘পদ্মা সেতু হলে এখানকার চেহারা পাল্টে যাবে’ যুক্তরাজ্য ও আয়রল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নিবন্ধন শুরু করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৮ মন্ত্রিসভার বৈঠক বৃহস্পতিবার প্রতারক সাহেদের মামলা তদন্ত করবে র্যাব করোনায় নতুন মৃত্যু ৪১, শনাক্ত ৩০৫৭ প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে জননিরাপত্তার কথা ভেবেই লকডাউন দেওয়া হয়েছে : অর্থমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ফাইজারের টিকা দেয়া শুরুসোমবার থেকে