গৌরীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে জুবায়ের হোসেন (১) বুধবার (২৩জুন) বিকালে পুকুওে ডুবে মৃত্যু হয়েছে।

পরিবার ও এলাকাবাসী জানিয়েছে, মায়ের কোলে থাকা শিশুটিকে বাহিরে বসিয়ে রেখে রান্না করছিলো তার মা। বাবাও একমাত্র সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে বাড়ির পাশের পুকুরে নেট দিয়ে বেষ্টন করে রেখেছিলো, যাতে তার ছোট্ট ছেলেটি পুকুরে পড়ে না যায়। কিন্তু বিধি বাম সেই পুকুরে ছেলেটি যায়নি।

হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে খেলা করতে গিয়ে অন্য একটি পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। তার বাবা উপজেলার আহসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা ও মা সজ্ঞাহীন হয়ে পড়েন।