১৩ জুন আসছে সিনোফার্মের ৬ লাখ টিকা

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জুন ৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : প্রথম দফায় সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়ার পর দ্বিতীয় দফায় আরো ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন। আগামী ১৩ জুন এ টিকা বাংলাদেশে আসবে।
শনিবার ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ১৩ জুন বাংলাদেশে আরো ৬ লাখ ডোজ টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার।

চীনা দূতাবাস সূত্রে জানা গেছে, করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন। সে কারণে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়ার পর আরো ৬ লাখ টিকা উপহার দিচ্ছে দেশটি।

উল্লেখ্য, গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।