তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১ তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। ইংরেজিতে ‘মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং’। সোমবার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) ধারায় দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের নামে এই পরিবর্তন এনেছেন। একইসঙ্গে প্রজ্ঞাপনটি গেজেট আকারেও প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, মন্ত্রণালয়গুলোর নাম ও কার্যপরিধি রুলস অব বিজনেসে উল্লেখ থাকে। এটি প্রণয়ন করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রণালয়ের নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব তথ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদনের জন্য পাঠানো হয় প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হলো। গত ১ মার্চ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানিয়েছিলেন, স্বাধীনতার পর তথ্য মন্ত্রণালয়ের নাম ছিল ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।’ এখন আবার সেই নামে ফিরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। Share this:FacebookX Related posts: বৃষ্টিতে দুর্ভোগে ঢাকাবাসী, আবহাওয়া দিল ভয়ঙ্কর তথ্য ৩৫টি ট্রেনের সময়সূচি পরিবর্তন মেজর সিনহা হত্যা: তদন্ত কমিটিতে পরিবর্তন সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য দেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি তথ্য কেন্দ্রীয় ডাটা সেন্টারে রাখা বাধ্যতামূলক গণমাধ্যমে শৃংখলা ও পেশাদারিত্ব নিশ্চিতের আহ্বান জানালেন রাষ্ট্রপতি ‘থানা হেফাজতে আত্মহত্যার দায় পুলিশ এড়াতে পারে না’ চট্টগ্রাম-৮ এর নবনির্বাচিত এমপি মোছলেম উদ্দিন আহমেদের শপথ অনুষ্ঠিত করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪ বার্তা সোনার বাংলা-উপকূল এক্সপ্রেস চলাচল বন্ধ ডিপ্লোম্যাসি অ্যাওয়ার্ড পেলেন সাইদা মুনা তাসনীম SHARES Matched Content জাতীয় বিষয়: তথ্যনামপরিবর্তনমন্ত্রণালয়ের