ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোলরুম চালু

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঘূর্ণিঝড় ‘যশ’ পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও মোকাবিলায় কন্ট্রোলরুম চালু করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। কন্ট্রোলরুমের মোবাইল নম্বর ০১৩১৮২৩৪৫৬০।

রোববার (২৩ মে) মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, বন্যা, ঘূর্ণিঝড় মোকাবিলা আমাদের জন্য নতুন নয়। ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ মনিটরিংসহ জরুরি কাজের জন্য পর্যাপ্ত জিও ব্যাগ প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে প্রকৌশলীদের কাছে আক্রান্তদের জন্য মাস্ক ও স্যালাইনের ব্যবস্থা রাখা হবে।

এসময় মাঠপর্যায়ে সকলের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দিয়ে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, জরুরিভিত্তিতে লোকবল নিশ্চিত করাসহ সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে হবে। দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত কেউ স্টেশন ত্যাগ করতে পারবে না। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।