ঘূর্ণিঝড় ‘তাওকাতে’র প্রভাব বাংলাদেশে পড়ছে না

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মে ১৬, ২০২১

স্টাফ রিপোর্টার : ভারতের একাধিক রাজ্যে প্রবল শক্তি নিয়ে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘তাওকাত’। এরই মধ্যে দেশটিতে ঝড়ের প্রভাবে ছয়জনের মৃত্যু হয়েছে।

তবে বাংলাদেশে এর কোনো প্রভাব পড়ছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

রবিবার (১৬ মে) দুপুরে তিনি বলেন, ‘ভারতে আঘাত করা ঘূর্ণিঝড়ের কোনো ধরনের প্রভাব বাংলাদেশে পড়ছে না।’

গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে ওমর ফারুক বলেন, ‘দেশে যে বৃষ্টিপাত হচ্ছে, তা ঘূর্ণিঝড়ের প্রভাবে হচ্ছে না।’

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন কর্ণাটকের ও দুজন কেরালার।