দেশেই তৈরি হবে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশেই টিকা তৈরি হবে। সেই আলোকেই আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমেরিকা ও ভারত থেকে টিকা আনার জোড় চেষ্টা চলছে।’ শনিবার রাতে মানিকগঞ্জের গড়পাড়ায় মন্ত্রীর বাগান বাড়িতে প্রশাসন ও স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশে এখন দেড় হাজার করোনার রোগী আছে, আর আমাদের বেড খালি আছে সাড়ে ১০ হাজার। কাজেই সে দিকে আমরা ভাল অবস্থানে আছি। আমাদের কোন লোক হাসপাতালের বারান্দায় দাপিয়ে মারা যায়নি, আমাদের লোকজন হাসপাতালের প্রাঙ্গণে জীবন দেয়নি। আমরা আশা করি আগামী অল্প দিনে টিকার ব্যবস্থা হবে।’ তিনি বলেন, ঈদ উপলক্ষে মানুষ যেভাবে সারাদেশে ছড়িয়ে পড়েছিল তাতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকা করেছিলাম। কিন্তু সেবা প্রতিষ্ঠানগুলোর আন্তরিক চেষ্টা এবং জনগণের মাস্ক পড়ার প্রবণতা বেড়েছে বলে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে।’ সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আ’লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার মেয়র রমজান আলী, জেলা আ’লীগের সহ সভাপতি আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আ’লীগের সভাপতি ইসরাফিল হোসেন, পৌর আ’লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: নভেম্বরে আসতে পারে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী চীন থেকে দেশে ফিরতে নিরুৎসাহিত করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী কয়েকটি এলাকা লক ডাউন করার কথা ভাবছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী করোনা নিয়ে ‘চিন্তার বিষয় নেই’ : স্বাস্থ্যমন্ত্রী করোনা সংক্রমণে চলতি মাস খুবই ঝুঁকিপূর্ণ : স্বাস্থ্যমন্ত্রী সারা দেশকে যেসব জোনে ভাগ করার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা স্বাস্থ্যখাতে দূর্নীতি সহ্য করা হবেনা : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ভ্যাকসিনের বিষয়ে সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী দেশের পরিস্থিতি দেখে বলা যায় করোনা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী ভিভিআইপিরা নয়, প্রথমে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রোববার টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: করোনার টিকাদেশেই তৈরি হবেস্বাস্থ্যমন্ত্রী