স্বাস্থ্যখাতে দূর্নীতি সহ্য করা হবেনা : স্বাস্থ্যমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান গুলো সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান ভাল কাজ করছে। এই করোনা দুযোর্গের সময় মানুষের সাথে যারা প্রতারনা করে মানুষের আস্থা ভঙ্গ করে, মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে সরকার ক্ষমা করবে না। যে দুইটি প্রতিষ্ঠান প্রতারনা করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তারা যে অন্যায় করেছে তারা অবশ্যই শাস্তি পাবে। কোন দুর্নীতিবাজই পাড় পাবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়াপাড়ায় নিজ এলাকায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার প্রয়াত পিতা কর্নেণ এম এ মালেকের ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সামাজিক দুরত্ব মেনে স্মরণ সভায় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারের সঞ্চালনায় স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামীলীগের সহসভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি লিয়াকত আলী, মানিকগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাস একটি নতুন দুযোর্গ এ সম্পর্কে আমাদের কোন ধারনা ছিল না। করোনা কালিন সময় দেশে ৭৫টি ল্যাব নির্মিত হয়েছে। আমাদের স্বাস্থ্য সেবা অন্য যে কোন দেশের চেয়ে ভালো। আপনার দেখেছেন স্বাস্থ্য মন্ত্রনালয় ভাল কাজ করছে, তার পরেও কিছু ব্যক্তি সমালোচনা করছেন। তাদের কাজ হলো ভালো কাজকেও সমালোচনা করা। এসব সমালোচনাকে ভয় পাওয়ার কারন নেই। Share this:FacebookX Related posts: কয়েকটি এলাকা লক ডাউন করার কথা ভাবছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী করোনা নিয়ে ‘চিন্তার বিষয় নেই’ : স্বাস্থ্যমন্ত্রী করোনা সংক্রমণে চলতি মাস খুবই ঝুঁকিপূর্ণ : স্বাস্থ্যমন্ত্রী সারা দেশকে যেসব জোনে ভাগ করার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন আগে পাওয়াই এখন সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী কোভিড হাসপাতালকে নন কোভিডে রূপান্তর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ভ্যাকসিনের বিষয়ে সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী দেশের পরিস্থিতি দেখে বলা যায় করোনা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ হতে পারে :স্বাস্থ্যমন্ত্রী ভিভিআইপিরা নয়, প্রথমে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী করোনার অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী করোনা টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধন বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: দূর্নীতিসহ্য করা হবেনাস্বাস্থ্যখাতেস্বাস্থ্যমন্ত্রী