বর্তমানে অক্সিজেনের কোনো সংকট নেই : স্বাস্থমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশের হাসপাতালগুলোতে অক্সিজেনের কোনো সংকট নেই বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, ‘যদি রোগীর সংখ্যা তিন গুণ বেড়ে ২১ হাজারে পৌঁছে তাহলে আমরা চাহিদা পূরণ করতে পারবো না।’ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ‘ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয়াদি’ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে তরল অক্সিজেন ব্যবহারকারী শিল্পগুলোর সঙ্গে যোগাযোগ করেছে, যেন সংকটের সময় তাদের কাছ থেকে অক্সিজেন সংগ্রহ করা যায়। মন্ত্রী বলেন, ‘আমরা ছোট অক্সিজেন প্ল্যান্ট আমদানির পরিকল্পনা করছি। বর্তমানে যে সক্ষমতা আছে তা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই।’ হাসপাতালগুলোর আইসিইউতে থাকা প্রতিটি করোনা রোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে ৫০ হাজার টাকা। আর একজন সাধারণ রোগীর জন্য ব্যয় হচ্ছে ১৫ হাজার টাকা বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেন, ঢাকায় করোনা রোগীর জন্য আড়াই হাজার বেড ছিল। এখন সাত হাজার বেড আছে। এটা আমরা রাতারাতি করতে সক্ষম হয়েছি। প্রতিটি হাসপাতালেই করোনা চিকিৎসার ব্যবস্থা করেছি। টিবি হাসপাতাল, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও করোনা চিকিৎসা হচ্ছে। অক্সফোর্ড ভ্যাকসিনের তিন কোটি ডোজের বিষয়ে তিনি বলেন, ‘বেক্সিমকোর পাশাপাশি সরকারও শিগগির ভ্যাকসিন পাওয়ার চেষ্টা করছে। তবে কবে পাব তা জানি না। ভ্যাকসিন নিয়ে বিশ্বব্যাপী সংকট রয়েছে।’ ভ্যাকসিনের ভিন্ন উৎস সম্পর্কে তিনি বলেন, ‘এখন পাওয়া যায় এমন ভ্যাকসিনের অনুমোদন দিতে আমরা ওষুধ প্রশাসনকে সবুজ সংকেত দিয়েছি। মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি এ বিষয়ে কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘সিনোফার্ম পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাতে চেয়েছে, এর জন্য আমরা সব ধরণের নথি সরবরাহ করেছি। এখন তাদের প্রতিক্রিয়ার অপেক্ষা আছি।’ ভারতের ভ্যাকসিন অনিশ্চয়তায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলাতে সকলের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। Share this:FacebookX Related posts: বন্দর-জাহাজ নির্মাণ খাতে ইউএই’র বিনিয়োগ কামনা করেছেন প্রধানমন্ত্রী পদ্মা সেতুর ৩ কিলোমিটারের বেশি দৃশ্যমান অতি বয়স্করা ঘরে থাকুন : আইইডিসিআর ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে দাফন করা হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তুলনাহীন: তথ্যমন্ত্রী ইউএনও’র অবস্থা সংকটাপন্ন বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়: প্রধানমন্ত্রী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ আল জাজিরার প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর দেশে করোনা আরও ১৩ জনের মৃত্যু SHARES Matched Content জাতীয় বিষয়: অক্সিজেনেরকোনো সংকট নেইবর্তমানেস্বাস্থমন্ত্রী