ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে দাফন করা হবে

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

অনলাইন ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র মরদেহ গোপালগঞ্জে সমাহিত করা হবে। রোববার বাদ আসর সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তার মরদেহ সমাহিত করা হবে।
এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।

ইতোমধ্যে পারিবারিক কবরস্থানে কবর খোড়ার কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন শহরের কলেজ রোডের যে বাসায় থেকে তিনি রাজনীতি করেছেন সেই বাসায়ও তাকে আনা হবে না। সরাসরি ঢাকা থেকে তার মরদেহ গ্রামের বাড়ি কেকানিয়া গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে সমাহিত করা হবে।

এদিকে, ধর্ম প্রতিমন্ত্রী ও গোপালগঞ্জের সকলের প্রিয় আব্দুল্লাহ ভাইয়ের মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মিসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তাঁর এই মৃত্যুতে।

শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।