বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

অনলাইন ডেস্ক : বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৭ সালের এই দিনে দ্বীপ জেলার ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের মৃত্যুঞ্জয়ী সৈনিক বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের বাবা হাবিবুর রহমান ছিলেন হাবিলদার ও মা মালেকা বেগম।

হাবিলদার হাবিবুর রহমানের ২ ছেলে ও ৩ মেয়ের মধ্যে মোস্তফা কামাল ছিলেন সবার বড়। মহান মুক্তিযুদ্ধে পাকসেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছিলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল।

এদিকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আজ দুপুর ১২টায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের আয়োজনে দোয়া, আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে মহান বিজয় দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বীরশ্রেষ্ঠের পরিবারের পক্ষ থেকেও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে অধ্যক্ষ সেলিম উদ্দিন জানান, প্রতিবছরের মতো এ বছরও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের আয়োজনে মহান দিজয় দিবস ও বীরশ্রেষ্ঠের ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হবে।

বীরশ্রেষ্ঠের স্ত্রী পিয়ারা বেগম ২০০৬ সালে ও একমাত্র ছেলে মোশারেফ হোসেন বাচ্চু ১৯৯৫ সালে মারা গেছেন। পুত্রবধূ পারভিন আক্তার মুক্তি বেঁচে থাকলেও নাতনি অনামিকা ২০০৪ সালে আগুনে পুড়ে মারা গেছেন। এ বছর বীরশ্রেষ্ঠের মা বীরমাতা মালেকা বেগম মারা যান।

১৯৮২ সালে মেঘনা নদীর ভাঙনে বীরশ্রেষ্ঠের দৌলতখানের বাড়িটি বিলীন হয়ে গেলে ভোলা সদরের মৌটুপী (মোস্তফা নগর) গ্রামে চলে আসেন তার পরিবারের সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন সেখানে ৯২ শতাংশ জমিতে ‘শহীদ স্মরণিকা’ নামে একতলা পাকা ভবনটি নির্মাণ করে বীরশ্রেষ্ঠের পরিবারটিকে পুনর্বাসন করেছে।