দক্ষিণখানে ছাত্রলীগ নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানে মামুন (৩২) নামের এক ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় থানা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ বাপ্পীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রুবেল হাওলাদার বাদি হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা করেন। পুলিশ জানিয়েছে, দক্ষিণখানের তেঁতুলতলা এলাকার ইউএল ফ্যাশন লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরির ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে থানা ছাত্রলীগ সভাপতি শামীম আহমেদ বাপ্পীর সঙ্গে তার প্রতিপক্ষের সংঘর্ষ বাধে। এতে তেঁতুলতলা এলাকার কয়েকজন আহত হয়। এর মধ্যে জুট ব্যবসায়ী মামুন গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণখানের ইউএল ফ্যাশন লিমিটেড গার্মেন্টসে দক্ষিণখান থানা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ বাপ্পী ভেতরে ঢুকে কয়েকজনকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে বাপ্পী দাবি করেন, এই গার্মেন্টসের সব ঝুট তাকে দিতে হবে। পরবর্তীতে মামুন নামের ওই জুট ব্যবসায়ীর সঙ্গে বাপ্পীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এলাকার কিছু মুরুব্বিদের মাধ্যমে তা সমাধান করা হয়। কিন্তু পর দিন শুক্রবার ইফতারের পর ছাত্রলীগ সভাপতি বাপ্পী তার দলবলসহ দেশিয় অস্ত্র নিয়ে তেঁতুলতলা এলাকায় তাদের প্রতিপক্ষের ওপর হামলা করেন। এতে রুবেল, রানা ও মামুন নামের কয়েকজন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী আহত হয়। আহত রুবেল বলেন, ওই দিন ইফতারের পর বের হলে দেখতে পাই এলাকার এক ছোট ভাইকে ধরে নিয়ে যায় বাপ্পী ও তার বাহিনী। আমি বাধা দিলে আমাকে এলোপাতাড়ি মারধর করা হয়। আমাকে বাঁচাতে মামুন এগিয়ে এলে তাকেও রামদা দিয়ে হাতে কোপানো হয়। আল্লাহ সহায় ছিল বলে কোন রকমে জানে বেঁচে যাই। আহত মামুন বলেন, আমি বৈধ ভাবে ঝুটের ব্যবসা করি। ছাত্রলীগের বাপ্পী চাঁদা দাবি করলে আমি তা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে বাপ্পী গ্রুপ অতর্কিত হামলা চালায় আমাদের ওপর। এ বিষয়ে বাপ্পীকে ফোন করলে তিনি বলেন, এটি আসলে একটি ষড়যন্ত্রমূলক মামলা। আমাকে হেয় প্রতিপন্ন করতেই এ মামলাটি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই তাজীব ইসলাম বলেন, মামলা তদন্তাধীন। এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। Share this:FacebookX Related posts: সর্বশেষ অবস্থা: নানকের হার্টে রিং পরানো হয়েছে নারীরা সকল ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখছেন : প্রধানমন্ত্রী ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগ করুন : প্রধানমন্ত্রী দেশে করোনায় নতুন মৃত্যু ২১, শনাক্ত ১১৬৬ আরও ২ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই আইনানুগ ব্যবস্থা ওসি প্রদীপসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদে কারাফটকে তদন্ত টিম গত ২৪ ঘণ্টায় সাড়ে ১২ হাজার নমুনা পরীক্ষা শিপ্রার মামলা নেয়নি কক্সবাজার সদর থানা সিনহা হত্যা: রিমান্ডে ‘চাঞ্চল্যকর’ তথ্য মিলেছে পাসপোর্টের কার্যক্রম স্বাভাবিক করতে প্রজ্ঞাপন জারি ওসি প্রদীপসহ ৩ আসামিকে নিয়ে র্যাবের ঘটনাস্থল পরিদর্শন SHARES Matched Content জাতীয় বিষয়: ১৮ জনের বিরুদ্ধে মামলাছাত্রলীগ নেতাসহদক্ষিণখানে