​ঢাকায় পৌঁছেছেন জন কেরি

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২১

সময় সংবাদ ডেস্কঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাতে ঢাকায় এসছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। বিভিন্ন আলোচনা ও কার্যক্রম মিলিয়ে ঢাকায় মাত্র চার ঘণ্টার সফর করবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক এই বিশেষ দূত।

আগামী ২২ এপ্রিল বিশ্ব জলবায়ু সম্মেলন সামনে রেখে তার এই সফর বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০১৬ সালের ২৩ আগস্ট এক দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যানও বাংলাদেশ। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, জন কেরি ঢাকা সফরে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলাপ করবেন।