‘বঙ্গবন্ধু বাঙালি এবং জাতীয় জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১ অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু বাঙালি এবং জাতীয় জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেছেন আসাদুজ্জামান নূর এমপি।বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহিমান্বিত জীবন এবং তার অবদান শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বুধবার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসাদুজ্জমান নূর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার এবং বঙ্গবন্ধু চেয়ার, বিইউপি এর প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। বুধবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। করোনা মহামারির কারণে সীমিতপরিসরে স্বাস্থ্য বিধি অনুসরণ করে এসব কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধু বাঙালি এবং জাতীয় জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বাংলাদেশের ইতিহাস থেকে তাকে বাদ দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে কিন্তু সত্যকে কখনই গোপন রাখা যায় না, আর সে কারণেই তিনি বাংলাদেশের ইতিহাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী হিসেবে স্বীকৃত। এ ছাড়া তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, শিক্ষার্থীরা যদি বঙ্গবন্ধুর ভাষণ, সংগ্রাম, ত্যাগ এবং মানুষের প্রতি ভালোবাসা ইত্যাদি বিষয়গুলো অনুধাবন করেন, তবে নিজেরাই উপকার পাবেন। কর্মসূচির মধ্যে অন্যতম আয়োজন ছিল ‘বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালিত কুইজার্স সোসাইটি ক্লাবের তত্ত্বাবধানে প্রতিযোগিতাটি এ মাসের ৪ তারিখ শুরু হয়ে আজ শেষ হয়। শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু, তার রাজনৈতিক দর্শন ও সংগ্রামী চেতনা সম্পর্কে সম্যক ধারণা প্রদানের উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুই সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক হাজার পাঁচশ প্রতিযোগী অংশগ্রহণ করে। এরমধ্যে ২৫ জন প্রতিযোগী সেমিফাইনালে এবং ১০ জন প্রতিযোগী গ্রান্ডফিনালে উত্তীর্ণ হন। ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজি স্টাডিজ এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত গ্রান্ডফিনালে পাঁচ জন প্রতিযোগী চূড়ান্তভাবে নির্বাচিত হন। পাঁচ জন বিজয়ীদের মধ্যে এক জন বিজয়ী আদমজী ক্যান্টঃ কলেজ থেকে এবং চার জন বিজয়ী বিইউপির শিক্ষার্থী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনকারী শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা। Share this:FacebookX Related posts: আজ রক্তস্নাত বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই আমাদের লক্ষ্য ‘বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না’ বঙ্গবন্ধু বিস্ময়কর নেতৃত্বের একজন মহামানব : মোস্তাফা জব্বার আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ SHARES Matched Content জাতীয় বিষয়: এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে’বঙ্গবন্ধুবাঙালি এবং জাতীয় জীবনে