‘বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না’

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

অনলাইন ডেস্ক : ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ‘বঙ্গবন্ধু না হলে আমরা বাংলাদেশ পেতাম না। আজ জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব দেশ এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।’

বুধবার সকালে রাজধানীর উত্তরার ১২ নং সেক্টরে এশিয়ান টেলিভিশনের উত্তরা কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ (সিআইপি), ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডি এম শামিম ও মেহেদী প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান কে এম মেহেদী হাসান।

আরও উপস্থিত ছিলেন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার সানজিদা রুমা, ঢাকা উত্তর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ রুমন, বিপুল, বাবুল বিক্রমপুরীসহ অন্যরা।