দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১ সময় সংবাদ ডেস্কঃকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪০০ জনে। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪০৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৫ হাজার ৮৩১ জনে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৬০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯৬ হাজার ১০৭ জন। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্য থেকে ১২ হাজার ৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার তিন দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৩০ হাজার ৬১৬টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে পুরুষ চার জন এবং নারী এক জন। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৪০০ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৩৫৩ জন বাকি দুই হাজার ৪৭ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়াদের মধ্যে ষাটোর্ধ্ব ৩ জন রয়েছেন। বাকি দুজনের মধ্যে এক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ও এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। Share this:FacebookX Related posts: দেশে করোনায় আরও ৩০ মৃত্যু করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৬ করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯০৮ করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৮ করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০ করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪ করোনায় আজ ৩১ জনের মৃত্যু করোনায় আরও ৩৬ জনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪ মৃত্যু, শনাক্ত ৯১০ করোনায় মৃত্যু ২২ লাখ ছাড়াল দেশে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত SHARES Matched Content সকল খবর বিষয়: ৫ জনেরআরওকরোনায়দেশেমৃত্যু