দেশে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১ সময় নিউজ ডেস্ক :করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট আট হাজার ২৭৪ জনের মৃত্যু হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় করোনায় দেশে ১৩ জনের মৃত্যু হয়। গত একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩২৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪০ হাজার ৫৯২ জনে। আগের দিন নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ২৯১ জন। রোববার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৪৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৭ হাজার ২২৯ জন। গত ২৪ ঘণ্টায় ২১০টি পরীক্ষাগারে ১৩ হাজার ২২৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯০০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার ১১৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ লাখ ৮৬ হাজার ৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে আট লাখ ৬২ হাজার ১১১টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে পুরুষ পাঁচ জন এবং নারী তিন জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় হাজার ২৬৪ জন, বাকি দুই হাজার ১০ জন নারী। Share this:FacebookX Related posts: দেশে করোনায় আরো ৪৩ মৃত্যু, শনাক্ত ১৭২৪ করোনায় ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু, নতুন ১৯৫০ রোগী শনাক্ত করোনায় ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭৬ করোনায় আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪০ ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত রোগী করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৬ করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯০৮ করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ২৫১৩ করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৮ করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০ দেশে করোনায় আরও ৩০ মৃত্যু গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪ মৃত্যু, শনাক্ত ৯১০ SHARES Matched Content সারা বাংলা বিষয়: কমলেওকরোনায়দেশেবেড়েছেমৃত্যুশনাক্ত