মালয়েশিয়ান পাম অয়েলের ৩% মূল্যবৃদ্ধি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১ সময় সংবাদ ডেস্কঃমালয়েশিয়ার বাজারে একদিনে পাম অয়েলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের দাম বাড়তির পথে রয়েছে। এর প্রভাব পড়েছে মালয়েশীয় পাম অয়েলের বাজারে। বাড়তে শুরু করেছে দাম। খবর স্টার অনলাইন। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৮ রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) বা ৮৯৫ ডলার ৭৭ সেন্টে। একদিনের ব্যবধানে মালয়েশিয়ার বাজারে পণ্যটির দাম বেড়েছে টনে ৯৬ রিঙ্গিত। এ নিয়ে টানা দুদিন ধরে মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের দামে চাঙ্গা ভাব বজায় রয়েছে। গতকাল চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সয়াবিন তেলের দাম আগের দিনের তুলনায় ২ দশকি ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) পণ্যটির দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ। খাতসংশ্লিষ্টদের মতে, এর প্রভাব পড়েছে মালয়েশীয় পাম অয়েলের দামে। পাম অয়েলের মূল্যবৃদ্ধির পেছনে রফতানিতে চাঙ্গা ভাব প্রভাবক হিসেবে কাজ করেছে। অ্যামস্পেক এগ্রি মালয়েশিয়া জানিয়েছে, ১ থেকে ২০ ফেব্রুয়ারি সময়ে দেশটি থেকে সব মিলিয়ে ৬ লাখ ৯৭ হাজার ৭৯৪ টন পাম অয়েল রফতানি হয়েছে। আগের মাসের একই সময়ের তুলনায় দেশটি থেকে পণ্যটির রফতানি বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ। Share this:FacebookX Related posts: ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার অনুরোধ জানাব : স্বরাষ্ট্রমন্ত্রী গৃহঋণের পরিমাণ বেড়ে দ্বিগুণ বসুন্ধরার বিটুমিন প্ল্যান্ট নিয়ে আমরা আনন্দিত : অর্থমন্ত্রী করোনাভাইরাস : দেশের সব বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা ৫০-৬০ টাকায় নামল পেঁয়াজের দাম জুন পর্যন্ত কোনো কিস্তি আদায় নয়, তবে ঋণ দেওয়া যাবে জাপানি অর্থনৈতিক অঞ্চল নির্মাণে সাড়ে ৪ হাজার বর্গফুট অফিস সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপ বন্ধের নির্দেশ সব ধরনের ব্যাংক ঋণের সুদ দুই মাস স্থগিত বাজেট প্রস্তাবে কোন মন্ত্রণালয় ও বিভাগ কত কোটি টাকা বরাদ্দ পেল রপ্তানি লক্ষ্যমাত্রা ৪৮ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী আবার বেড়েছে আলু-পেঁয়াজের দাম SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: ৩অয়েলেরমালয়েশিয়ান পামমূল্যবৃদ্ধি