আইন-আদালতও আওয়ামী কক্ষপথে: রিজভী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১ সময় সংবাদ ডেস্কঃনড়াইলের আদালত থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশের নিন্দা জানিয়েছে বিএনপি। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গতকাল বুধবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাঁচ বছর আগে ২০১৬ সালের ২৩ অগাস্ট মামলায় একই আদালত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দেশনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তিনি বলেন, দেশনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনার মধ্য দিয়ে বর্তমান বিনা ভোটের প্রধানমন্ত্রীর প্রতিহিংসা পূরণের মুখোশ আরও একবার উন্মোচিত হল। এই গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনাটি কর্দয অমানবিকতা, নির্মমতা ও হিংস্রতার বহিঃপ্রকাশ। আমরা এই গ্রেপ্তারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী। তিনি বলেন, ‘দেশনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় পরিষ্কার বোঝা যায় যে, আইন-আদালত শেখ হাসিনার হাতের মুঠোয় এবং আওয়ামী লীগেরই একটি বর্ধিত প্রতিষ্ঠান। আওয়ামী কক্ষপথেই ঘুরপাক খাচ্ছে আইন-আদালত।‘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি জানান রিজভী। Share this:FacebookX Related posts: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা জিয়া গণতন্ত্রকে উদ্ধার করেছেন: রিজভী শেখ হাসিনার পাঠানো ফল মধ্যরাতে ঘোষণা ইসির: রিজভী গণতন্ত্রকে ধ্বংস করা আ.লীগের ধর্ম: রিজভী শীতবস্ত্র বিতরণেও পুলিশের বাধা : রিজভী খেতাব কেড়ে নিলে বিএনপি সুনামির মতো ধেয়ে আসবে : রিজভী কোনো প্রার্থীর বাড়ি যাওয়া কূটনীতিকের কাজ নয় : হাছান কেন্দ্রীয় কার্যালয়ে সীমাবদ্ধ বিএনপির হরতাল ১৪ দিন শেষ হলেও খালেদা কোয়ারেনটাইনেই থাকবেন কিছু মানুষ নিয়ম না মানায় করোনা ছড়িয়ে পড়ছে শপথ গ্রহণ করলেন মহিউদ্দিন, স্মৃতি ও মিলন মাঠে নয়, বিএনপি শুধু টিভিতেই SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আইন-আদালতওআওয়ামীকক্ষপথে:রিজভী