৪০৯ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১ সময় সংবাদ ডেস্কঃশর্ট বল দেখে পুল করতে চেয়েছিলেন আলজারি জোসেফ। ঠিকমতো লাগেনি। ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক লিটন দাসের মাথার ওপর দিয়ে উড়ে গেল। এক বাউন্সে সীমানা পার। আউট করার একটা সুযোগ এসেছিল সেটা ভেবে নাকি জোসেফের ভাগ্য দেখে কে জানে, বোলার সৌম্য সরকার হেসে ফেললেন। তাও, ভালো। সকালের সেশনে তবু একটু ইতিবাচক মনমানসিকতা দেখা গিয়েছিল। মাঝের সেশনে যে এর আগ পর্যন্ত বাংলাদেশ দলের মুখের হাসি হারিয়ে গিয়েছিল! হাসি সংক্রামক, ইতিবাচক মানসিকতাও। ঘন্টা দুয়েক খেটে মরে যা হচ্ছিল না, সেটা মিনিট পাচেক পরই হলো। তাইজুলের আর্ম বলের লাইন বুঝতে পারলেন না জশুয়া দা সিলভা। ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে চলে গেল বল। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থামলেন দা সিলভা। ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ৩৮৪। হতাশায় মোরানো এক সেশনে হঠাৎ আলোর দেখা পেল বাংলাদেশ। যাক, এবার বুঝি বোলাররা নিজেদের ফিরে পাবেন। সত্যিকার অর্থেই টেল এন্ডের দেখা মিলেছে। ক্রমশ নাগালের বাইরে চলে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের স্কোর যদি চার শর নিচে থামানো যায়। ওয়েস্ট ইন্ডিজকে চার শর নিচে অলআউট করতে পারেনি বাংলাদেশ। তবে বোলাররা প্রতিপক্ষকে খুব বেশি এগোতেও দেননি। ২৫ রানে ৪ উইকেট হারিয়ে অলআউট হয়েছে ৪০৯ রানে। টেস্টে ৮৬ রানের একটি ইনিংস আছে জোসেফের। গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের কঠিন উইকেটেই করেছিলেন সে রান। প্রথম শ্রেণিতে ৮৯ রানের আরেকটি ইনিংসও আছে তাঁর। আজ দুটি ইনিংসকেই পেছনে ফেলবেন বলে মনে হয়েছিল। কিন্তু দা সিলভার বিদায় সেটা হতে দিল। এতক্ষণ অন্য প্রান্তে দা সিলভা থাকায় চিন্তামুক্ত খেলছিলেন জোসেফ। উইকেটরক্ষক ব্যাটসম্যানের অভাবটা টের পাওয়া গেল পরের ওভারেই। অধিনায়ক বোলিংয়ে নিয়ে এলেন আবু জায়েদকে। প্রথমে তিনটি ফুল লেংথ বল করলেন জায়েদ। এর পর একটা শর্ট বল। সেটাকে নিজের পঞ্চম ছক্কা বানালেন জোসেফ। পরের বল আবার শর্ট ছিল। এটাও মারতে গেলেন জোসেফ। ব্যাটেবলে হয়নি। কিন্তু গ্লাভসে লেগে ঠিকই উইকেট্রক্ষকের ওপর দিয়ে চলে গেল সীমানায়। অন্যপ্রান্তে দা সিলভা নেই, ফলে তাঁর জন্য যে ফাঁদ পাতা হচ্ছে টের পেলেন না জোসেফ। ওভারের শেষ বলটিও শর্ট দিলেন জায়েদ। এবার অফ স্টাম্পের একটু বাইরে। আবারও ব্যাত চালালেন জোসেফ। এবার ব্যাটের কানা লেগে বল ঠিকই লিটনের কাছে। ৩৯৬ রানে অস্টম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। নিজের পরের ওভারেই আবার আঘাত হানলেন জায়েদ। অফ স্টাম্পের একটু বাইরে বল করেছিলেন। গুড লেংথে পড়া বল জোমেল ওয়ারিক্যানের ব্যাটের ছোঁয়া নিয়ে গেল লিটনের কাছে। ২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসল সফরকারীরা। শেষ উইকেট জুটি আরও ১১ রান এনে দিয়েছে। তাইজুল ও জায়েদ দুজনই ৪ উইকেট পেয়েছেন। এর আগে বাংলাদেশের বোলারদের চরম পরীক্ষা নিয়েছেন জোসেফ ও দা সিলভা। প্রথম সেশনে ৯০ রান করা বোনার ফিরলেও হাল ছাড়েননি দা সিলভা। নিজে এক প্রান্ত ধরে রেখেছেন। অন্য দিকে জোসেফকে রানের গতি বাড়ানোর দায়িত্ব দিয়েছেন। দুজনে মিলে ৩৫ ওভার কাটিয়ে দিয়েছেন। এনে দিয়েছেন মূল্যবান ১১৮ রান। বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেটে এই প্রথম কোনো জুটি তিন অঙ্কের দেখা পেল। সেটা অবশ্য আরও বেশ কিছু রেকর্ডও ভেঙেছে। ভারত বাদে উপমহাদেশে এই প্রথম সপ্তম বা এর পরের উইকেটে কোনো জুটি সেঞ্চুরি পার করেছে ওয়েস্ট ইন্ডিজের হয়ে! Share this:FacebookX Related posts: দর্শক উচ্ছৃঙ্খলায় বাফুফেকে ফিফার জরিমানা বিপিএল মাতাতে গেইল এখন ঢাকায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা বগুড়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত যুব ক্রিকেটার তামিম-হৃদয় টাইগারদের ওয়ানডে দলে ব্যাপক রদবদল, দুই নতুন মুখ শ্রীলঙ্কা সফরে সাকিবকে চান পাপন বাংলাদেশ ফুটবলের ভাগ্য নির্ধারণের ভোট আজ রাজকীয় প্রত্যাবর্তন সাকিবের, বোলিংয়ে এসেই নিলেন ৩ উইকেট সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৪৯ উইন্ডিজের সামনে ২৯৮ রানের বিশাল লক্ষ্য মালান-আমিরদের অধিনায়ক নাসির SHARES Matched Content খেলাধুলা বিষয়: ৪০৯ রানেওয়েস্ট ইথামলন্ডিজ