কে হবেন? ফরিদপুরের বিএনপির অভিবাবক

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

এহসান রানা,ফরিদপুর : দীর্ঘ দেড় বছর ধরে ফরিদপুর জেলা বিএনপির কমিটি নেই , নতুন কমিটি করার দায়িত্ব দেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির তিন নেতাকে কিন্তু এখন পর্যন্ত তারা ফরিদপুর জেলা বিএনপির কমটি ঘোষণা করতে পারে নাই । হতাশায় ভুগছে বিএনপির তৃণ মুলের সাধারন নেতা কর্মীরা ।

ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় কমিটির নেত্রী শামা ওবায়েদ , খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিম ।

অপরদিকে সাবেক মন্ত্রী সফল রাজনৈতিক নেতা ফরিদপুরে বিএনপির অন্যতম অভিবাবক চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাম্প্রতিক কালে মারা যাওয়ায় অভিবাবক ও দিশেহারা হয়ে পড়েছে ফরিদপুরের বিএনপির সাধারন কর্মীরা । ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফের বিকল্প নেতা হবার মত নেতা কম রয়েছে তবে ফরিদপুরের দুই জাতীয় নেতা কে এম ওবায়দুর রহমান ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা যাওয়াতে তাদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দুই নেতার দুই কন্যা ।

কে এম ওবায়দুর রহমানের রাজনীতি ধরে রেখেছেন তার একমাত্র কন্যা চৌকস রাজনীতিবীদ শামা ওবায়েদ । চৌধুরী কামাল ইউসুফের পক্ষে রাজনীতি ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন তার সুযোগ্য বড় মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ , তিনিও বাপের মতো চৌকস রাজনীতিবীদ হয়ে উঠেছেন ।

এদিকে ফরিদপুরে বিএনপির রাজনীতি চাঙ্গা রাখার জন্য এ দুঃসময়ে মাঠে কাজ করছেন ফরিদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা , সাবেক ছাত্র নেতা ও ফরিদপুর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সাধারন সম্পাদক অ্যাড : সৈয়দ মোদাররেস আলী ঈসা । তিনি ফরিদপুর জেলা বিএনপির নতুন কমিটির সভাপতি হবার প্যানেলে আছেন । অ্যাড : সৈয়দ মোদাররেস আলী ঈসার সাথে মাঠে রয়েছেন সিনিয়র একঝাক সাবেক ছাত্র নেতারা , তাদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্র নেতা দেলোয়ার হোসেন দিলা , সাবেক ছাত্র নেতা আফজাল হোসেন খান পলাশ , সাবেক ছাত্র নেতা এ কে কিবরিয়া স্বপন , গোলাম রব্বানী রতন , গোলাম মোস্তফা মিরাজ সহ শতাধিক সাবেক ছাত্র নেতারা ।

ফরিদপুর জেলা বিএনপির তৃণমুল নেতা কর্মীদের দাবী শামা ওবায়েদ,চৌধুরী নায়াব ইউসুফ ও অ্যাড সৈয়দ মোদাররেস ঈসার সমন্বয়ে ফরিদপুরের বিএনপির রাজনীতির মাঠে থাকার আশা ব্যক্ত করেন ।