ফরিদপুরের সালথায় দুই পক্ষের সংঘর্ষ আহত-১০, ১৫টি দোকান ও বাড়ি ভাংচুর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১ ফরিদপুর প্রতিনিধি : পুর্ব শত্রুতার জের ধরে ফরিদপুরের সালথার গোয়ালপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোয়ালপাড়া বাজারের ৫টি দোকান ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িসহ ১০ বাড়ি ভাংচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রাত মধ্য রাত থেকে সকাল ১০ টা পর্যন্ত। খবর পেয়ে সালথা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসী জানায়, আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মলয় বোষ ও তার সমর্থক জিয়া হত্যা মামলার সাক্ষি হওয়া আসামী পক্ষের লোকজন তাদেরকে বিভিন্ন সময়ে নিযার্তন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালথা উপজেলার চেয়ারম্যান ওদুদ মাতুব্বার ও তার সমর্থরা ঢাল, সরকি, লাঠিসহ দেশীয় আস্ত্রে সজ্জিত হয়ে আটঘরের চেয়ারম্যান সোহাগ ও তার সমর্থকদের বাড়িতে হামলা করে ভাংচুর চালায়। এ ঘটনায় আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ বলেন, সে ওদুদ মাতুব্বারের শশুড় ইমামুল হোসেন তারা (রাজাকার) বিরুদ্ধে মলয় বোষ হত্যা মামলা সাক্ষি হওয়ায় ওদুদ মাতুব্বর তার উপর ক্ষিপ্ত হয়। এরপর থেকে তাকে বিভিন্ন সময়ে প্রাণ নাশের হুমকি সহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে। এ ছাড়া তার সমর্থক জিয়াকে ওদুদ মাতুব্বরের লোকজন হত্যা করে। এ দুটি ঘটনায় যারা সাক্ষি হয়েছে আসামী পক্ষ তাদেও বাড়ি ঘড়ে হামলা মামলা দিয়ে হয়রানি করছে। এরই ধারাবাহিকতায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার মো, মহিউদ্দিন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে পরিবেশ নিয়ন্ত্রনে আনি। বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তবে এ ব্যাপারে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: কালিয়াকৈরে বাস দুর্ঘটনায় আহত ১০ ২ হাজার কোটি টাকা পাচার: ফরিদপুরের ছাত্রলীগ সভাপতির স্বীকারোক্তি সালথায় সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সালথায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কে হবেন? ফরিদপুরের বিএনপির অভিবাবক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার ইউএনও’র গাড়ি ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা,আহত-৪ মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ১৫টি দোকান ও বাড়ি ভাংচুরআহত-১০দুই পক্ষের সংঘর্ষফরিদপুরেরসালথায়