​আনোয়ারায় ৭ দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃচট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী বাজারের অধীর চক্রবর্তীর মার্কেটে শনিবার(৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৩ টায় ৭ টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৈদ্যুতিক শর্কসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ক্ষতিগ্রস্থরা। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানাযায়, উপজেলার জয়কালী বাজারে শনিবার ভোর রাত ৩ টায় বৈদ্যুতিক শর্কসার্কিট থেকে আগুন ধরে স্থানীয় মো.মান্নান ,দেলোয়ার ও মো.দিদারের মুরগীর দোকান, পরিমলের সেলুন, উত্তম চক্রবর্তীর প্রসাধনী, স্বপন চক্রবর্তীর চাউলের দোকান ও রাজামিয়ার মালিকানাধীন কাঁচা তরকারীর দোকান পুড়ে যায়। এতে ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা দুলাল মিত্র জানান, আগুণে ৭টি টিনসিটের দোকান পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্কসার্কিট থেকে আগুন সূত্রপাত ঘটেছে। আগুনে ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষ-ক্ষতি হতে পারে।