আজকের বাংলাদেশকে বিশ্বের সবাই সম্মান করে : প্রধানমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তাই বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল তৈরি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আজকের বাংলাদেশকে বিশ্বের সবাই সম্মান করে। আর এটি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে পারার কারণে সরকারের পক্ষে তা করা সম্ভব হয়েছে।’ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এক সময় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, বন্যা ও গরিব রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। এখন আর বাংলাদেশকে নিয়ে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না। কিভাবে একটি রাষ্ট্র উন্নয়ন করেছে, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা প্রদান করতে পারে সেজন্য বিশ্বজুড়ে উদাহরণ তৈরি করেছে বাংলাদেশ। উন্নয়নের এই ধারা ধরে রেখে এগিয়ে যেতে হবে।’ পদ্মা সেতু সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশেরই কিছু স্বনামধন্য মানুষ। এটা দুর্ভাগ্যের বিষয়, সামান্য একটা ব্যাংকের এমডি পদের লোভে এত বড় প্রকল্পে বাধা দেওয়া হয়েছিল।’ কারও নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, ‘এমডি পদের জন্য পদ্মা সেতু নির্মাণে বাধা দেওয়া দুর্ভাগ্যজনক। সরকার বিষয়টি একটি চ্যালেঞ্জ হিসেবে নেয়, নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণের সিদ্ধান্ত নেয় এবং এখন তা বাস্তবে পরিণত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই বিশেষ এক সিদ্ধান্ত বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি বদলে দিয়েছে। বাংলাদেশ প্রমাণ করেছে এদেশ কারও ওপর নির্ভরশীল নয়।’ Share this:FacebookX Related posts: দক্ষতার পরিচয় দিচ্ছে পুলিশ বাহিনী: প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে ঘিরেই আমার সব কার্যক্রম-প্রধানমন্ত্রী সরকারি শিল্প আলোর মুখ দেখে না : প্রধানমন্ত্রী বন্দর-জাহাজ নির্মাণ খাতে ইউএই’র বিনিয়োগ কামনা করেছেন প্রধানমন্ত্রী তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ইসমত আরা’র বড় গুণ ছিল সততা ও দেশপ্রেম : প্রধানমন্ত্রী নারীরা সকল ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখছেন : প্রধানমন্ত্রী ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগ করুন : প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে সাধ্যের সবটুকু উজাড় করে দেব: প্রধানমন্ত্রী আবার সংশোধন, টাকা বাড়ানোর এ ধারা বন্ধ করুন : প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়: প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: আজকের বাংলাদেশকেপ্রধানমন্ত্রীবিশ্বের সবাইসম্মান করে