ঢাকা-১৮ উপনির্বাচন : মনোনয়ন জমা দিলেন আ.লীগ প্রার্থী

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

নিউজ ডেস্ক :ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবিব হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন তিনি।

আজ (১৩ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল।

১৫ অক্টোবর মনোনয়ন যাচাই, ২২ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ১২ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

এই আসনে ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

অন্যদিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. নাসির উদ্দিন সরকার।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় আসনটি।