ভারত থেকে প্রথমধাপে ৩৫ লাখ টিকা আসছে

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারত থেকে ৩৫ লাখ কোভিশিল্ড টিকা আসছে। এর মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা আসবে উপহার হিসেবে। আর বাকি ১৫ লাখ টিকা আসবে বেসরকারি খাতের মাধ্যমে। তাই আমরা বৃহস্পতিবার ৩৫ লাখ টিকা পাচ্ছি।’

বুধবার (২০ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বৃহস্পতিবার একসঙ্গে ৩৫ লাখ ডোজ টিকা পেয়ে যাব। এর বাইরে আরো টিকা পাব, সে ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। ফলে আমরা নির্ধারিত সময়সূচির আগেই টিকাদান কর্মসূচি শুরু করতে পারব ‘

বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে উপহার হিসেবে টিকা পাবে কি না- এমন প্রশ্নের জবাবে ড. মোমেন জানান, তিনি এ সম্পর্কে অবগত নন। তবে রাশিয়া, চীনসহ আরো অনেক দেশ টিকা সরবরাহে আগ্রহী।

উপহার হিসেবে যে টিকা আসবে তা বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি অনুষ্ঠানে হস্তান্তর করা হবে।