ভারত থেকে প্রথমধাপে ৩৫ লাখ টিকা আসছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১ নিজস্ব প্রতিবেদক ; পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারত থেকে ৩৫ লাখ কোভিশিল্ড টিকা আসছে। এর মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা আসবে উপহার হিসেবে। আর বাকি ১৫ লাখ টিকা আসবে বেসরকারি খাতের মাধ্যমে। তাই আমরা বৃহস্পতিবার ৩৫ লাখ টিকা পাচ্ছি।’ বুধবার (২০ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বৃহস্পতিবার একসঙ্গে ৩৫ লাখ ডোজ টিকা পেয়ে যাব। এর বাইরে আরো টিকা পাব, সে ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। ফলে আমরা নির্ধারিত সময়সূচির আগেই টিকাদান কর্মসূচি শুরু করতে পারব ‘ বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে উপহার হিসেবে টিকা পাবে কি না- এমন প্রশ্নের জবাবে ড. মোমেন জানান, তিনি এ সম্পর্কে অবগত নন। তবে রাশিয়া, চীনসহ আরো অনেক দেশ টিকা সরবরাহে আগ্রহী। উপহার হিসেবে যে টিকা আসবে তা বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি অনুষ্ঠানে হস্তান্তর করা হবে। Share this:FacebookX Related posts: ভারত থেকে ২০ লাখ ভ্যাকসিন ঢাকায় আসছে ২০ জানুয়ারি আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা করোনায় ঢাকা বিভাগে বেশি প্রাণহানী যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ নতুন বছরে ভেদাভেদ ভুলে জোরদার হোক ভ্রাতৃত্বের বন্ধন আয়েশা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক SHARES Matched Content জাতীয় বিষয়: ৩৫ লাখ টিকা আসছেপ্রথমধাপেভারত থেকে