করোনার চিকিৎসায় বিনামূল্যে ‘অ্যাভিগান’ দেবে জাপান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ অনলাইন ডেস্ক : যেসব দেশ করোনাভাইরাসের চিকিৎসার জন্য ফ্লুর ওষুধ ‘অ্যাভিগান’ ব্যবহার করতে চায় তা তাদেরকে বিনামূল্যে সরবরাহ করবে জাপান। গত শুক্রবার জাপান সরকার এ ঘোষণা দিয়েছে বলে নিক্কেই এশিয়ান রিভিউয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োহিশিদে সূগাও সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রায় ৩০টি দেশ কূটনৈতিকপন্থায় অ্যাভিগানের খোঁজ করেছে। আমরা এটি বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করছি।’ গত ২০ মার্চ ইন্দোনেশিয়া অ্যাভিগানের ২০ লাখ ডোজের অর্ডার দিয়েছে। এগুলো হাতে পেলে তারা ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করার পরিকল্পনা করেছে। তুরস্কও এই ওষুধটি চেয়েছে জাপানের কাছে। গত মাসে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেত্তিন কোচা দেশটিতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আকিও মিয়াজিমার সঙ্গে সাক্ষাৎ করেন এবং অ্যাভিগানের চাহিদার কথা জানান। কর্মকর্তা ও নথিপত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো প্রতিবেদনে প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এই ওষুধটি নিয়ে আলোচনা চলছে ট্রাম্প প্রশাসনেও। হোয়াইট হাউস অ্যাভিগানকে করোনাভাইরাসের চিকিৎসায় সম্ভাব্য ওষুধ হিসেবে অনুমতি দেওয়ার জন্য নিয়ন্ত্রকদের সঙ্গে আলোচনা করছে। শিশু জন্মের সময় বিকলাঙ্গতাসহ বিভিন্ন পার্শ্ব-প্রতিক্রিয়া আছে বলে এই ওষুধ নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে মার্কিন গবেষকদের। জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে অ্যাভিগান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত জানানোর পর তারা উত্সাহিত হন বলে পলিটিকো জানিয়েছে। তবে, এ বিষয়ে হোয়াইট হাউজের তাৎক্ষণিক মন্তব্য জানা যায়নি। গত বৃহস্পতিবার জার্মানির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পায়, বার্লিন বিপুল পরিমাণ অ্যাভিগান কিনতে আগ্রহী। এ ওষুধ সামরিক বাহিনীর মাধ্যমে মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। জাপানের ফুজিফিল্ম হোল্ডিংসের সহায়ক প্রতিষ্ঠান অ্যাভিগান তৈরি করে। চীনের ক্লিনিক্যাল পরীক্ষায় এটা করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। জাপানর প্রধানমন্ত্রী করোনাভাইরাসের চিকিৎসায় অ্যাভিগানের আনুষ্ঠানিক অনুমোদনের ঘোষণা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। গত শুক্রবার দেশটির সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী আবে বলেন, ‘জনগণের উদ্বেগ কমাতে আমরা খুব শিগগির কার্যকর চিকিৎসা ও ভ্যাকসিন উন্নয়ন কাজ শেষ করবো।’ ফুজিফিল্ম ঘোষণা দিয়েছে, করোনাভাইরাসের বিরুদ্ধে অ্যাভিগানের কার্যকারিতা পরীক্ষায় ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে এবং এর উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাপান সরকারের কাছে এর ২০ লাখ ডোজ সংরক্ষিত রয়েছে। শুক্রবার আবে জানান, জাপান, যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশ যৌথভাবে রেমডেসিভির পরীক্ষার কাজ শুরু করেছে। ইবোলার ভাইরাসের জন্য তৈরি ওষুধ রেমডেসিভির করোনাভাইরাসের চিকিৎসায়ও বেশ ভালো ফল দিয়েছে। চলতি মাস থেকে জাপানে এর বেসরকারি পর্যায়ের পরীক্ষা শুরু হবে বলেও তিনি জানান। Share this:FacebookX Related posts: করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করোনার ভ্যাকসিন তৈরি করবে ভারতও করোনা : চিকিৎসায় অস্বীকৃতি জানাতে পারবে না কোনো হাসপাতাল সাফল্যের দ্বারপ্রান্তে বিজ্ঞান, আজ মানবদেহে প্রয়োগ হচ্ছে করোনাভাইরাসের টিকা ভ্যাকসিন নেয়া সেই নারীর মৃত্যু হয়নি, সুস্থ আছেন করোনার দ্বিতীয় ঢেউ ইউরোপে করোনার নতুন ৩টি লক্ষণ চিহ্নিত অক্টোবরে মিলবে অক্সফোর্ডের ভ্যাকসিন করোনার উৎপত্তিস্থল উহানে চালু হলো শিক্ষা প্রতিষ্ঠান করোনার কালো থাবায় কন্যা শিশুরা দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে জাপান অ্যালার্জি থাকলে নেওয়া যাবে না করোনার ভ্যাকসিন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ‘অ্যাভিগান’করোনারচিকিৎসায়দেবে জাপানবিনামূল্যে