সামরিক সমর্থনেও ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন: গবেষণা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক :ডোনাল্ড ট্রাম্পের প্রতি জো বাইডেনের চেয়ে সামরিক সমর্থন কম বলে এক গবেষণায় প্রকাশিত হয়েছে। এ গবেষণা জরিপ যৌথভাবেকরেছে মিলিটারি টাইমস ও সিরাকিজ ইউনিভার্সিটি ইন্সস্টিটিউট । এতে অংশ নেয় এক হাজার ১৮ জন সেনা সদস্য। মিলিটারি টাইমসের প্রতিবেদনে জানা গেছে এই তথ্য। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে পরিচালিত অপর এক জরিপ থেকে দেখা যায়, সে সময় ট্রাম্পের সেনা সমর্থন ছিল ৪২ শতাংশ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ উপলক্ষে সামরিক বাহিনীর সদস্যদের ওপর পরিচালিত এ জরিপে অংশ নেওয়া মাত্র ৩৭.৪ শতাংশ সক্রিয় সেনা সদস্য টাম্পের পুনঃনির্বাচনকে সমর্থন জানিয়েছেন। অপরদিকে ৪৩.১ শতাংশ তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের জো বাইডেনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। জরিপে তরুণদের বদলে অভিজ্ঞ ও উচ্চপর্যায়ের সেনা সদস্যরা অংশ নিয়েছেন। এতোদিন ধরে ট্রাম্প সেনাবাহিনীতে তার দৃঢ় সমর্থন নিয়ে গর্ব করছিলেন। কিন্তু জরিপের ফলাফলে দেখা গেল ভিন্ন চিত্র।যদিও তিনি নির্বাচনকে সামনে রেখে তিনি বলেছিলেন পেন্টাগনের বাজেট বাড়িয়ে দেয়ার কথাও । Share this:FacebookX Related posts: করোনায় প্রতিটি মৃত্যুর দায় ট্রাম্পের : বাইডেন বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ সুইং স্টেটের ৬টিতে বাইডেন, ২টিতে এগিয়ে ট্রাম্প ট্রাম্পের পরাজয় স্বীকার না করাটা বিব্রতকর: বাইডেন ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪ অভিনন্দনের জোয়ারে ভাসছেন বাইডেন বিভক্তি নয়, ঐক্যের প্রেসিডেন্ট হবো: জয়ের পর প্রথম ভাষণে বাইডেন মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন ভ্যাকসিনের জরুরি অনুমোদন চেয়ে ফাইজারের আবেদন হামলার ঘটনা বিদ্রোহের শামিল: বাইডেন ট্যাক্সের অর্থ আমেরিকানদের পেছনেই খরচ করতে চান বাইডেন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: এগিয়েগবেষণাচেয়েট্রাম্পেরবাইডেন:সমর্থনেওসামরিক