আক্কেলপুরে নৌকার মনোনয়ন পেলেন শহীদুল আলম

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে শহীদুল আলম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনফুজুর রহমান মিলন জানান, বুধবার ঢাকাতে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রার্থী সিলেকশন কমিটির চূড়ান্ত বৈঠকে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন প্রদান করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জন্য ত্যাগ করেছেন এমন নেতাদের মূল্যায়ন করছেন। সঠিক প্রার্থী মনোনয়ন দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, চতুর্থ ধাপে জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, ১৭ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ১৯ জানুয়ারি বাছাই, ২৬ জানুয়ারি প্রত্যাহার ও ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ করা হবে।