টঙ্গীতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীতে বোগদাদিয়া দরবাশরিফের ভেতরে একটি কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধায় টঙ্গীর মধুমিতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম তাইতুল ইসলাম জাহাঙ্গীর(৪০)। তিনি নেত্রকোনা জেলা কলমাকান্দা থানার চেমটি গ্রামের বদির মিয়ার ছেলে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক নাদিরউজ্জামান বলেন, জাহাঙ্গীর পেশায় নিরাপত্তার কর্মী। ঘটনার দিন বিকেলে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সন্ধায় খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজনেরা জানান, পারিবারিক কোন কলহ ছিলো না। আমরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।

এ বিষয়ে দরবারের দায়িত্বরত কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।