বাঁশের লাঠি তৈয়ার কর, ভোটচোর খতম কর : আবদুল কাদের মির্জা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ নিউজ ডেস্কঃ ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভায় মেয়রপ্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, ‘বাঁশের লাঠি তৈরি কর, ভোটচোর খতম কর’। বুধবার বিকালে কর্মিসমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। কর্মিসমাবেশে তিনি আরও বলেন, এলাকায় অতীতে যারা উন্নয়ন করেছেন এবং যারা ভবিষ্যতে উন্নয়ন করবেন তাকে ভোট দিবেন। ‘আমি সুষ্ঠু নির্বাচনের কথা বলছি। নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে, যড়যন্ত্রের মিটিং চলছে। গত ১২ তারিখ আমাদের এলাকার সন্তান, আমার ক্লাসমেট নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন কোম্পানীগঞ্জে আসার কথা ছিল। কিন্তু অদৃশ্য কারণে তিনি আসেননি। এটিও চক্রান্তের একটি অংশ।’ ‘আজকে প্রশাসন আমাদের বিরুদ্ধে। নোয়াখালীর ডিসি এমপি একরাম চৌধুরীর মাস্ক লাগিয়ে চেয়ারে বসে, তাকে কি নিরপেক্ষ বলা যায়? তাকে কি আমাদের অভিভাবক বলা যায়? এটি একটি হাস্যকর ব্যাপার।’ ডিসিকে উদ্দেশ করে বলেন, ‘শরম যদি লাগেগো, ঘোমটা দিয়ে হাঁটোগো। উনার অধীনে নিরপেক্ষ ভোট হওয়ার সম্ভাবনা কি আছে? তবে আপনারা ভোটাররা ঠিক থাকলে আমি খোদাকে হাজির-নাজির করে বলছি এ নির্বাচনে আমি যদি নিরপেক্ষ নির্বাচনের বিরোধিতা করি তাহলে ভোটের দিন আল্লাহ আমাকে নিয়ে যাক। এ প্রার্থনা আমি আল্লাহর কাছে করি।’ সাথে সাথে আমি স্পষ্টভাষায় বলে যেতে চাই, এখানে অস্ত্রের ঝনঝনানি চলছে। নোয়াখালীর একরাম, ফেনীর নিজাম হাজারী এ নির্বাচনী এলাকায় অস্ত্র পাঠিয়েছে। গতকাল সিরাজপুরে আগুন লাগিয়ে একটি ঘর পুড়িয়ে দিয়েছে। আমি এর আগেও বলেছি মানুষ মেরে, ঘরে আগুন লাগিয়ে নির্বাচন বানচাল করবে, যা ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচন কমিশনার শাহাদাত, ‘নোয়াখালীর ডিসি, এসপি ও জেলা নির্বাচন কমিশনারের উদ্দেশে তিনি বলেন, ১৬তারিখ নির্বাচনে যদি কারচুপি হয়, কোনো মায়ের বুক যদি খালি হয় এর দায়দায়িত্ব সম্পূর্ণ তাদের নিতে হবে।’ এর আগে সকাল ৮টায় তার নির্বাচনী অফিসে লাইভ ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের পাতি নেতারা পর্যন্ত আমেরিকায় গিয়ে গাড়ি কিনেছে, বাড়ি করেছে। সেখানে গিয়ে মাদক, নারী ও ক্যাসিনোকাণ্ডে জড়িয়ে পড়ছেন। সামান্য বাংলা মদ খেলে আমরা তাদের (মাদকসেবী) পিটাই, জেলে দিই। আর এমপিদের মদের আসরে গিয়ে পুলিশ স্যালুট মারে। পাহারা দেয়।’ নির্বাচনে জয়ের আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি মানুষের শতভাগ সাড়া পাচ্ছি। ভোটে জয়ী হব ইনশাল্লাহ। এখন আমার চেষ্টা হবে যেন কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে না পারে, আমার জনগণের রক্ত ঝরাতে না পারে।’ Related posts: নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন শেষ মুহুর্তে জমে উঠেছে উপনির্বাচনের প্রচার-প্রচারনা অনেকদূর এগিয়েছি, যেতে হবে বহুদূর: প্রধানমন্ত্রী ইউপি চেয়ারম্যান থেকে এমপি আনোয়ার হোসেন হেলাল চায়ের কাপে ভোটের ঝড়! কে হচ্ছেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় বিএনপি’র আচরণ ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’র মতো : তথ্যমন্ত্রী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ‘নির্দেশ দিলে তাবিথের একটি পোস্টারও থাকত না’ ২৫৬ পৌরসভায় ডিসেম্বরে ভোট হওয়ার সম্ভাবনা পটিয়া আলম প্লাজা ব্যাবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি আজগর,সম্পাদক নুরুল ধামরাইয়ে বিএনপি প্রার্থীর ভোট বর্জন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বেতার টেলিভিশনে দেয়া প্রধানমন্ত্রী ভাষণের পূর্ণ বিববরণ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আবদুলকাদের মির্জাবাঁশের লাঠি তৈয়ার করভোটচোর খতম কর