কিছু মানুষ নিয়ম না মানায় করোনা ছড়িয়ে পড়ছে

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, যারা দেশের এই সংকটকালীন সময়, দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করতে পারে, তাদের মানুষ বলা যায় না। এরা মানুষরূপী জানোয়ার। শনিবার তিনি তার বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

হানিফ বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, ডাক্তার-নার্সসহ বিভিন্ন লোকজন চরম ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে কিছু লোকের বিরুদ্ধে এই সংকটকালে অসহায় মানুষদের জন্য সরকারি বরাদ্দের ত্রাণ আত্মসাতের অভিযোগ উঠছে। আমি অবাক হয়ে যাই! কারা এসব মানুষ? যারা দেশের এই সংকটকালীন সময়, দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করতে পারে, তাদের মানুষ বলা যায় না। এরা মানুষরূপী জানোয়ার। এদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।

জেলা প্রশাসককে অনুরোধ করে তিনি বলেন, আমি জেলা প্রশাসককে অনুরোধ করব। আপনাদের উপজেলা পর্যায়ে প্রশাসনকে নির্দেশনা দিন। সাধারণ মানুষের জন্য যে ত্রাণ বরাদ্দ করা হয়েছে সেই ত্রাণ যেন কোনো লোক আত্মসাৎ করতে না পারে। এ জন্য কঠোর নির্দেশনা দিন, আরও কঠোর হন। আমরা চাই, কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির নামে অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। অসহায় মানুষের জন্য যে ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে তা নিয়ে কোনোরকম দুর্নীতি জালিয়াতি বরদাস্ত করা হবে না। আমরা এই অনিয়ম দুর্নীতি বন্ধ করতে চাই।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সরকারের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরেও কিছু মানুষ নিয়ম না মানার কারণে এই করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার জনগণকে সচেতন করেছেন এবং পরামর্শ দিয়েছেন। এ ছাড়া সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। লকডাউন দেয়া হয়েছে। তারপরও লোকজন সচেতন না হওয়ায়, নিয়ম-নীতি না মানায় লকডাউন পুরোপুরি কার্যকর হচ্ছে না। তাই করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে। দেশবাসীকে আমি আবারও অনুরোধ করব সকলেই ঘরে থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচার জন্য সুযোগ করে দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা মোকাবিলা করে এই সংকট কাটিয়ে উঠতে পারব, ইনশাআল্লাহ।