কেন্দ্রীয় কার্যালয়ে সীমাবদ্ধ বিএনপির হরতাল

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে হরতালের ডাক দিয়ে মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা। হরতালের সমর্থনে রোববার সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় হাতেগোনা নেতাকর্মী নিয়ে স্লোগান দিচ্ছে। তবে রাজধানীর অন্য কোথাও বিএনপি কোন কার্যক্রম চোখে পড়েনি।

জানা যায়, হরতালের সমর্থনে রোববার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা কার্যালয়ের নিচে অবস্থান নিলে দলটির নেতাকর্মীদের সরে যেতে ৩০ মিনিটের আল্টিমেটাম দেয় পুলিশ। তবে পুলিশের দেওয়া আল্টিমেটামের মাত্র তিন মিনিটের মধ্যেই কেন্দ্রীয় নেতারা রাস্তা ছেড়ে কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে চলে যান। পরে রাস্তার পাশে কার্যালয়ের গেইটে ফুটপাতের উপর স্লোগান দেয়া শুরু করে।

এসময় খালেদা জিয়ার মুক্তি, নির্বাচন বাতিলসহ কয়েক দফা দবিতে স্লোগান দেয়। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন সকাল থেক উপস্থিত থাকলে ১১টার পর এসে যুক্ত হোন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশের বাধার মুখে আর কোথাও কোন কর্মসূচি পালন করতে পারেনি। কার্যালয়ের সামনেও পুলিশ পাহারায় হরতাল পালন করতে হচ্ছে।

গতকাল শনিবার অনুষ্ঠিত ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আজ রাজধানী ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। গতকাল সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন। হরতালের সমর্থনে বিএনপির এই কর্মসূচিতে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ অংশ নেন।

দলের শীর্ষ নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল দুই মিনিটের জন্য সেখানে অবস্থান করেছিলেন। এ ছাড়া দলটির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অন্য কাউকে সেখানে আর দেখা যায়নি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থাকলেও দুপুরের খাবার এবং নামাজের কথা বলে কাযালয়ে চলে যান। পরে আর তাকে দেখা যায়নি।