দেশের গণতান্ত্রিক পরিবেশের সুফল পাচ্ছে জনগণ : শিল্প প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

নিউজ ডেস্কঃ শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান থাকায় মানুষ সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল পাচ্ছে।

দেশের মানুষ উন্নয়ন চায় উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বগুনেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি বজায় রাখা সম্ভব হয়েছে।

কামাল আহমেদ মজুমদার রোববার রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল বালক শাখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও নবনির্মিত বঙ্গবনন্ধুর ভাস্কর্যের উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানতে পারবে।

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের জন্য প্রতিষ্ঠানের কতৃপক্ষদের প্রতি আহবান জানান তিনি।

অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল বালক শাখার প্রবেশ পথে স্থাপিত নবনির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের উদ্ভোধন করেন। সূত্র- বাসস